এনএনবি, ঢাকা
ফেব্রুয়ারিতে নির্বাচনের লক্ষ্যেই দেশ এগিয়ে যাবে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার (৬ জুলাই) সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রত্যাশার কথা জানান।
সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন হতে পারে না বিভিন্ন রাজনৈতিক দলের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে কিনা জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, আমরা পরিষ্কার করে বলেছি, আমরা মনে করি জনগণ নির্বাচন চায়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের আলোচনা হয়েছে। আমরা আশা করি সেই লক্ষ্যেই দেশ এগিয়ে যাবে।
জাতীয় সংস্কার কমিশনে সংস্কার বিষয়ে বিএনপি কোন কোন বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে তার একটি পরিসংখ্যানও তুলে ধরেন মির্জা ফখরুল।
সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জুলাই সনদের মতামত আমরা বহু আগে দিয়ে দিয়েছি। যারা করছে না, এটাতো আমাদের দায়িত্ব না। যাদের দায়িত্ব তারা যদি কোনো কারণে বিলম্ব করে দায় বিএনপি নেবে না। এই দায় বিএনপির না।
দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন, আমরা পরিষ্কারভাবে বলেছি, দেশে যাতে পুনর্বার কোনো স্বৈরাচারের উৎপত্তি না হয়, উৎপাদন না হয়, ফ্যাসিজমের কোনো উৎপাদনের ব্যবস্থা না থাকে; সে জন্য পৃথিবীর কোনো দেশে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার কোনো নজির নাই। এটা সত্ত্বেও আমরা বলেছি, বিএনপির উচ্চ পর্যায়ের কমিটি স্ট্যাডিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কোনো ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রীর আসনে বহাল থাকবে না।
COMMENTS