এনএনবি, ঢাকা
এ বছর এপ্রিল থেকেই তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। তবে গেলো চার দিন যেন রোদের প্রখরতা অসহনীয় হয়ে উঠেছে। এই যখন অবস্থা, তখন আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরও দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (১০ মে) আবহাওয়া অফিস জানায়, ১২ তারিখের পর থেকে বৃষ্টি হলেও রাজধানীসহ সারাদেশের তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।
রাজধানীসহ সারাদেশ জুড়ে চলা মাঝারি তাপ প্রবাহ চলতি মাসের ১৮-১৯ তারিখে তাপমাত্রার পরিমাণ কমে আসতে পরে। এই সময়ের মধ্যে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে।
শনিবার সারাদিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। তবে ১১ মে থেকে তাপমাত্রা আরও এক থেকে দুই ডিগ্রি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
COMMENTS