আশিকুর রহমান, নরসিংদী
নরসিংদী সদর উপজেলার গাবতলী এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছেন নরসিংদী মডেল থানা পুলিশ।
শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক তথ্যটি নিশ্চিত করেন।
আটককৃত নারী হলেন, সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলীর পুরানপাড়া গ্রামের সুজন মিয়ার স্ত্রী নুরুন নাহার (৪১)।
এসময় ওই নারীর কাছ থেকে ৫ (পাঁচ) কেজি গাঁজা ও ৩০ (ত্রিশ) পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানান। ওসি এমদাদুল হক জানান, গত ২৮ নভেম্বর বুধবার রাত আনুমানিক পৌনে ১০টায় উপপরিদর্শক মোঃ শাহীন মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয় গঠিত পুলিশের একটি দল মাদক বিরোধী নিয়মিত অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে চিনিশপুর ইউনিয়নের গাবতলী পুরানপাড়া গ্রামের মাদক বিক্রেতা নুরুন নাহারের বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করেন।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নুরুন নাহারের স্বামী বহু মামলার পলাতক আসামী সুজন কৌশলে পালিয়ে যান। তিনি আরও জানান, পলাতক আসামী সুজন এর বিরুদ্ধে ইত্যিপূর্বে, ডাকাতি, দস্যুতা, পুলিশের উপর আক্রমন ও মাদক মামলা সহ মোট ১৩ টি মামলা রয়েছে। পরে ধৃত আসামীর বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
COMMENTS