সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ
২০১৬ সালের ২৭ নভেম্বর ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কলেজ সরকারি করণ আন্দোলনে শহীদ অধ্যাপক আবুল কালাম আজাদ, শহীদ সফর আলী এবং ২০২৪ সনের ১৯ জুলাই বৈষমবিরোধী আন্দোলনে শহীদ অত্র কলেজের স্নাতক (সম্মান)শ্রেণির হিসাববিজ্ঞান বিষয়ের চতুর্থ বর্ষের মেধাবী ছাত্র রিদওয়ান হোসাইন (সাগর) স্মরণে শোক সভা,শোক র্যালি ও দোয়া অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে কলেজ মাঠে শোক সভায় দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়িয়া কলেজের অধ্যক্ষ ডক্টর গোপাল চন্দ্র সরদার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া কলেজ গভর্ণিং বডি (এডহক)কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল করিম সরকার।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্ণিং বডির বিদ্যুৎসাহী সদস্য আশিকুল হক আশিক,শিক্ষক প্রতিনিধি হাফেজ রুহুল আমিন,শহীদ সাগরের পিতা মোঃ আসাদুজ্জামান,সাবেক ভিপি আঃ মোতালিব হোসেন,সহকারী অধ্যাপক আবুল হাসেম অবঃ,ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হাকিম অবঃ,বীরমুক্তিযোদ্ধা ইউনুস আলী,সহকারী অধ্যাপক মোঃ হেলাল উদ্দিন,জেলা যুবদলের সহ সভাপতি আনোয়ার সাহাদাত আনার,জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ইমরুল কায়েস এলিস,কেন্দ্রীয় সমন্বয়ক ফুয়াদ হাসান,মোঃ অলিউল্লাহ,সমন্বয়ক আনোয়ার হোসেন মুন্জু, হালিমা সরকার,পৌর যুবদলের সাধারণ সম্পাদক লুৎফুল কবীর সালেক,উপজেলা ছাত্রদলের আহবায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব আলামিন, পৌর ছাত্রদলে আহবায়ক হাসমত আলী মন্ডল,কলেজ ছাত্রদলের আহবায়ক রোমান মিয়া,শিক্ষার্থী আবুবকর প্রমুখ।প্রধান অতিথি কলেজ গভর্নিং বডির সভাপতি আঃ করিম সরকার বলেন,যতদিন পর্যন্ত কলেজ সরকারি না হবে ততদিন আন্দোলন চলবে। বিএনপি ক্ষমতায় আসে কলেজ সরকারি হবে।কলেজের স্হায়ী ভাবে মসজিদ করবো। শিক্ষার্থীদের ক্লাশে মনোযোগী হতে হবে। টেষ্ট পরীক্ষায় পাস না করলে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। ফেরাউনের রাজত্ব দেখতে চাই না।শিক্ষকদের মাঝে গ্রুপিং তা বরদাস্ত করতে দেয়া হবে না।কলেজে শিক্ষক নিয়োগে বৈষম্য রয়েছে।ফ্যাসিষ্ট সরকার শিক্ষাকে ধ্বংস করে দিয়েছে।
তিনি আরও বলেন, অতীতের যে শিক্ষার গৌরব ছিল সে দিকে ফিরে দিতে হবে। সাবেক অধ্যক্ষ নাসির উদ্দীন খান১৯ লক্ষ টাকা নিয়েছে তা দ্রুত ফিরিয়ে দিতে হবে। এই সরকারের উপদেষ্টার মাধ্যমে নির্বাহী আদেশে কলেজ সরকারি করা হবে। কলেজ অডিটরিয়ামটি শহীদ সাগর অডিটোরিয়াম নাম করন করা হলো।
COMMENTS