আশিকুর রহমান, নরসিংদী
২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে জেলা প্রশাসক এর কার্যালয়ে নরসিংদী জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জেলা প্রশাসক রাশেদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে এ স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াহাব রাশেদ, সিভিল সার্জন ডাঃ সৈয়দ আমিরুল হক ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের পরিবার। এছাড়াও ছাত্র সমন্বয়ক, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসময় আগত অতিথিবৃন্দরা গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মৃতিচারণ করেন এবং আহত ও সমন্বয়কগণ আন্দোলনের বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।
পরে আলোচনা শেষে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামন করা হয় এবং একটি সমৃদ্ধ বাংলাদেশের জন্য মোনাজাত করা হয়।
COMMENTS