সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ
সাগর হত্যার আসামিদের গ্রেফতার দাবিতে বিএনপি বিক্ষোভ করেছে। এ ঘটনায় আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি ময়মনসিংহ মহানগর বিএনপির।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে নগরীর দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন মহানগর বিএনপি।
বিক্ষোভ মিছিল সমাবেশে বক্তব্যে রাখেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ।তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সরাসরি নির্দেশে ময়মনসিংহ সদর-৪ আসনের সাবেক এমপি, সিটি কর্পোরেশনের মেয়র, জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকের নেতৃত্বে হামলা চালানো হয়।
এতে ঘটনাস্থলে সাগর নামের এক শিক্ষার্থী নিহত হন।এ সময় মহানগর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেন।
COMMENTS