মাসুদ রানা, (চিরিরবন্দর) দিনাজপুর
দিনাজপুরের চিরিরবন্দরে মিথ্যা হয়রানিমুলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মামলার ৬ জন সাক্ষীগণ।
রোববার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের গার্মেন্টস বাজার এলাকার সিকে গার্মেন্টসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন উপজেলার বড় গ্রামের তমিজ উদ্দিনের ছেলে শাহজাহান সিরাজ, শান্তিবাজারের তমিজ উদ্দিনের ছেলে ঈসমাইল, মথুরাপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে কুদ্দুস, রানিরবন্দরে আব্বাস আলীর ছেলে তোফাজ্জল, গছাহার গ্রামের মজির উদ্দিনের ছেলে বাবুল ও কারেঙ্গাতলী এলাকার মৃত ওসমান গনির ছেলে গোলাপ।
লিখিত বক্তব্য তারা বলেন, মিথ্যা, যড়যন্ত্রমুলক ও অর্থ আদায়ের অসৎ উদ্দেশ্যে এ মামলা করা হয়েছে। দুলাল আসাদুজ্জামান চৌধুরী বাদী হয়ে ডাহা মিথ্যা, উদ্দেশ্যমূলক, অর্থ আদায়ের অসৎ উদ্দেশ্যে চিরিরবন্দর, খানসামা, কোতোয়ালি, পার্বতীপুরসহ বিভিন্ন শ্রেণীর ব্যক্তিগণকে ১৮৩ জন আসামি করে একটা মামলা করেন। আমাদের স্বাক্ষী হিসাবে উল্লেখ করেছেন। এজাহারে বর্ণিত ঘটনা সম্পর্কে আমরা কিছু জানিনা বা দেখি নাই বা এরকম কোনো ঘটনা সি,কে সুয়েটার গার্মেন্টস সংলগ্ন স্থানে কোনো ঘটনা এবং অস্থায়ী বিএনপির অফিস ছিল না কিংবা বর্তমানেও নেই। সেখানে বিএনপির অস্থায়ী অফিস পোড়ানোর বা তৎসংলগ্ন দোকান পাঠ পুড়িয়ে যাওয়ার কোন ঘটনা ঘটে নাই।
তারা আরো বলেন, সম্পূর্ণ ব্যক্তিস্বার্থ এবং মামলা বাণিজ্যের উদ্দেশ্যে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মতো এই মিথ্যা ও গায়েবি মামলা দায়ের করেছেন। যেখানে আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও আমাদের কোনরকম সম্পৃক্ততা নাই। দলের ভাবমূর্তি ক্ষুন্ন এবং আমাদের ব্যক্তি ইমেজ নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে স্বাক্ষীগণের অজান্তে উক্ত মিথ্যা মামলার প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসাবে আমাদের নাম দিয়েছে।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট বার্তা "প্রতিহিংসার রাজনীতি পরিহার করতে হবে"। দলের একনিষ্ঠ অনুসারী হিসেবে আমরা তা দৃঢ়ভাবে অনুসরণ করি।
এজাহারকারী ও জনৈক উকিল এর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা সাজানোর তীব্র প্রতিবাদ ও ঘৃণা প্রদর্শন করিতেছি।
COMMENTS