সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২১ নভেম্বর "এসেড কারিগরি ও বানিজ্যিক কলেজ' তারুন্দিয়া'য় " কারিগরি শিক্ষার গুনগত মান উন্নয়নে করনীয় শীর্ষক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসেড কারিগরি বানিজ্যিক কলেজের অধ্যক্ষ শেখ মোহাম্মদ ইউসুফ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনায় বেতার ও বিটিভির ধারাভাষ্যকার এম এ মুরাদ।
এসময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আবদুল হালিম,কোনাপাড়া স্কুল এন্ড কলেজ'র অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবদুল লতিফ, সাকুয়া আদর্শ বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক হাসিম উদ্দিন আহমেদ, তারুন্দিয়া জগৎ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক ভূঁইয়া,বালিহাটা স:প্রা:বিঃপ্রধান শিক্ষক আঃ ছালাম,ছোট রাঘবপুর সঃপ্রা:বিঃ প্রধান শিক্ষক হযরত আলী, প্রধান শিক্ষক লিপিকা দাস, সুপার (ভারপ্রাপ্ত) ইউনুস আলী, সাংবাদিক সাজ্জাতুল ইসলাম ও তারুন্দিয়া স:প্রা:বি: ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি খলিলুর রহমান সহ অভিভাবক বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিগনের উপস্থিত ছিলেন প্রমুখ।
কলেজ অধ্যক্ষ শেখ মোহাম্মদ ইউসুফ লিটন বলেন, আগামিতে যাতে শিক্ষার্থীদের ফলাফল ভালো হয় সেজন্যই অভিভাবকদের সাথে মতবিনিময়।নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ না হলে বোর্ড পরীক্ষার সুযোগ পাবে না ছাত্র-ছাত্রীরা। যেকারনে সকল শিক্ষার্থীকে ক্লাসে উপস্থিত এবং পড়া-লেখায় মনোযোগি হওয়ার বিকল্প নেই। বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে অবশ্যই ছাত্র-ছাত্রীদের ক্লাসে উপস্থিতি ও পড়া-লেখায় মনোযোগী হতে হবে। এতে অভিভাবকদেরও সহযোগিতা প্রয়োজন।
COMMENTS