সাইফুল ইসলাম, মেহেরপুর
মেহেরপুরের গাংনীতে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও কৃষি পণ্যসহ আজমাইন হোসেন টুটুল(৫২) নামের এক ইউপি সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী।
আজ রোববার সকালে তার নিজ বাড়িতে অভিযান পরিচালিত হয়। আজমাইন হোসেন টুটুল গাংনী উপজেলার লক্ষীনারায়নপুর ধলা গ্রামের ধলা গ্রামের মৃত আক্কাস আলী ছেলে ও কাথুলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।
মেহেরপুর র্যাব-১২, সিপিসি- ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল্লাহ্ জানান, নিজ বাড়িতে অস্ত্র ও গুলি নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ ফিল্ড রেজিমেন্টের ক্যাপ্টেন রওশন এর নেতৃত্বে অভিযান চালিয়ে তার বাড়ির ধঞ্চে গাদার নিচ থেকে ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি উদ্ধার করে। এছাড়া বাড়ির বিভিন্ন স্থানে অভিযান চালিয় ৪টা দেশীয় অস্ত্র, কৃষকদের দেওয়া সরকারি প্রণোদনার ৪৫ প্যাকেট সরিষার বীজ, ৯ প্যাকেট মাশকলাইয়ের বীজ, ১৫ বস্তা টিএসপি স্যার, ২০ পিস কম্বল, দুটি সেলাই মেশিন,৩০ কেজি পুষ্টি চাউল ও ৩ প্যাকেট দুর্যোগ ব্যবস্থাপনার অসহায়দের দেওয়া চাউল উদ্ধার করে।
এ সময় র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
COMMENTS