আশিকুর রহমান, নরসিংদী
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নরসিংদী জেলা বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে শহরের চিনিশপুরস্হ জেলা বিএনপির কার্যালয় থেকে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন ও জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীর নেতৃত্বে এ র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। র্যালির আগে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে ইতিহাস থেকে মুছে ফেলার নানা চেষ্টা হয়েছে।
৭ নভেম্বরের চেতনায় সব জাতীয়তাবাদী শক্তিকে গণতন্ত্রের পথচলাকে অবারিত এবং জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে ঐক্যবদ্ধ হতে হবে এবং আগামীদিনে বিএনপিকে আরও শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। দলের সুসময়ে হঠাৎ করে কেউ যেন প্রবেশ করে বিশৃঙ্খলা করতে না পারে সেইদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল। এদেশের খেটে খাওয়া মানুষের দল। যার কারণে খালেদা জিয়া এদেশের মায়া ত্যাগ করে বিদেশে যেতে চায়নি। আর দেশের মানুষের কথা চিন্তা করে কোনো সমঝোতা করেননি।
র্যালিটিতে জেলা, শহর, উপজেলা ও ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এসময় দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের ছবি, বিভিন্ন রং-বেরঙের ফ্যাস্টুন-ব্যানার, বেলুন, দলীয় ও জাতীয় পতাকা এবং বাদ্যযন্ত্র র্যালিতে শোভা পায়।
র্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম.এ জলিল, বি.জি রশিদ নওশের, আব্দুল বাছেদ ভুইয়া, আকবর হোসেন, শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল, জেলা যুব দলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, জেলা শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম রবি, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ প্রমুখ।
COMMENTS