আব্দুর রউফ ভুঁইয়া, কিশোরগঞ্জ
"শিক্ষার আলো উন্নয়নের প্রতিশ্রুতি, ছাত্র কল্যাণ জাতির প্রগতি" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়ন ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ প্রাঙ্গনে এই কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করেন ৩ নং করগাঁও ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান লায়ন মো: নাদিম মোল্লা।
করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ, ক, ম, সিদ্দিক দুলাল, সাবেক চেয়ারম্যান মো: শাহজাহান কবীর, ক্যাম্পাস মডেল একাডেমীর পরিচালক মজিবুর রহমান, ইউ পি সদস্য মমিনুল ইসলাম ছাড়াও করগাও ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকমন্ডলী ।
উক্ত কুইজ প্রতিযোগিতায় করগাঁও ইউনিয়নের মোট ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর আটশত ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় দুইটি ধাপে লিখিত ও এম সি কিউ পরীক্ষার মাধ্যমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ জন ছাত্র-ছাত্রীকে কে চূড়ান্তভাবে নির্বাচিত করে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সাত্তার ও করগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো:জামান মিয়া।
উক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন করগাঁও ইউনিয়ন ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক, জাড়ইতলা স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ শরিফুল ইসলাম। উক্ত কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি মালয়েশিয়া প্রবাসী টি এম কিচেন কেবিনেট অ্যান্ড স্টোন এর পরিচালক রঞ্জন শেখের সৌজন্যে অনুষ্ঠিত হয়েছে।
COMMENTS