আন্তর্জাতিক ডেস্ক
গত কয়েকদিন আগে ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ‘কঠোর ও চূড়ান্ত জবাব’ দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে খামেনি বলেন, ‘শত্রুরা ইহুদিবাদী সরকার বা যুক্তরাষ্ট্র যেই হোক না কেন, তারা ইরান ও ইরানি জাতি এবং প্রতিরোধ ফ্রন্টের প্রতি যা করছে তার কঠোর জবাব অবশ্যই পাবে।’ তবে ইরানের সর্বোচ্চ নেতা হুমকির জবাব দেওয়ার সময় বা পরিধি সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি।
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শনিবার জানিয়েছে, তারা শনিবার ভোরে তেল আবিবের কাছে ইসরায়েলি গোয়েন্দা ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে। এক বিবৃতিতে ইরানপন্থী গোষ্ঠীটি জানায়, স্থানীয় সময় রাত আড়াইটার দিকে জঙ্গিরা তেল আবিবের শহরতলীতে ৮২০০ সামরিক গোয়েন্দা ইউনিটের গ্লিলোট ঘাঁটিতে রকেট হামলা চালায়।
ইরান ফার্সি ক্যালেন্ডার অনুসারে এই রবিবার মার্কিন দূতাবাস জিম্মি সংকটের ৪৫তম বার্ষিকী পালন করবে। ১৯৭৯ সালের ৪ নভেম্বর ইসলামপন্থী ছাত্রদের দূতাবাসে হামলা ৪৪৪ দিনের সংকটের দিকে পরিচালিত করে, যা তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কয়েক দশক ধরে চলা শত্রুতাকে আরও দৃঢ় করে তোলে যা আজও অব্যাহত রয়েছে।
COMMENTS