আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলে ভয়াবহ রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত পাঁচজন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া আরও একজন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সীমান্তবর্তী মেতুলা শহরে এই রকেট হামলা চালায় হিজবুল্লাহ।
ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী মেতুলা শহরের একটি কৃষিক্ষেতে এই হামলা চালানো হয়। এতে পাঁচজন নিহত হয়। এছাড়াও আরও একজন গুরুতর আহত হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, নিহতের মধ্যে একজন ইসরায়েলি নাগরিক। বাকি চারজন বিদেশি নাগরিক।
সূত্র: টাইমস অব ইসরায়েল, ওয়াইনেট নিউজ।
COMMENTS