ছবি: সংগৃহীত। |
আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাংলাদেশি অধ্যুষিত নিউইয়র্ক অঙ্গরাজ্যে শুরু হয়েছে আগাম ভোটগ্রহণ। রাজ্যটিতে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি ভোটার থাকায় অন্য ভাষার পাশাপাশি ব্যালট পেপার ও ভোট কেন্দ্রের নির্দেশনা রয়েছে বাংলায়।
আগাম শুরু হওয়া ভোটগ্রহণ চলবে আগামী তিন নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ৬টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দিতে পারবেন ভোটাররা। এদিকে, নিজ নিজ প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন দুই প্রেসিডেন্ট প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্প।
সবশেষ জরিপে দোদুল্যমান অঙ্গরাজ্য মিশিগান, উইসকনসিস ও পেনসিলভানিয়ায় এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। এটি ডেমোক্রেট শিবিরে দুশ্চিন্তার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। কেনোনা কৃষ্ণাঙ্গ ও লাতিন ভোটার অধ্যুষিত এ রাজ্যেগুলোতে এগিয়ে ছিলেন কমলা হ্যারিস।
অন্যদিকে, গাজা ও লেবাননে ইসরাইলি আগ্রাসনে জো-বাইডেন বা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক চোখা আচারণে ক্ষুব্ধ আমেরিকান মুসলিম ভোটাররা। মিশিগান, অ্যারিজোনা ও পেন্সিলভেনিয়ার মতো অঙ্গরাজ্যগুলোতে মুসলিম ভোটারদের নজর এখন থার্ড পার্টির দিকে।
COMMENTS