ছবি: এএফপি থেকে নেয়া। |
আন্তর্জাতিক ডেস্ক
গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে কঠিন এক সময়ের নির্বাচনে আজ রবিবার (২৭ অক্টোবর) জাপানের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। তবে এই পার্লামেন্ট নির্বাচনের মতামত জরিপে কাঙ্ক্ষিত ফলাফল আশা করতে পারছে না ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
ধারণা করা হচ্ছে, ২০০৯ সালের পর সদ্য ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার নেতৃত্বাধীন এলডিপি সবচেয়ে খারাপ ফলাফল করতে যাচ্ছে। খবর এএফপির।
মতামত জরিপে দেখা গেছে, রক্ষণশীল এলডিপি ও জোট সরকারের অংশীদার দলগুলো ক্ষমতায় আসার জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা হারাতে যাচ্ছে। আর তা যদি হয় তবে তা শিগেরু ইশিবাকে ভীষণ বিপদেই ফেলবে।
সাবেক প্রতিরক্ষামন্ত্রী ৬৭ বছর বয়সী শিগেরু ইশিবা ক্ষমতায় এসেই আগাম নির্বাচনের ঘোষণা দেন। গত প্রায় সাত দশক ধরে জাপানে সরকার পরিচালনার অভিজ্ঞতা রয়েছে ইশিবার দল এলডিপির। তবে সদ্য সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সময়ে দ্রব্যমূলের ঊর্ধ্বগতি ও দলের তহবিল কেলেঙ্কারির দায়ে এলডিপির প্রতি বেশ বিরক্ত বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির দেশের জনগণ।
COMMENTS