স্পোর্টস ডেস্ক
অধিনায়কত্ব ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। সদ্য সমাপ্ত সাউথ আফ্রিকা সিরিজ শেষে নিজের এমন সিদ্ধান্তের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে জানিয়ে দিয়েছেন শান্ত— এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।
প্রতিবেদন অনুযায়ী, বিসিবির বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে অধিনায়ক হিসেবে থাকার পরামর্শ দিলেও তিনি রাজি হননি। তবে এখন পর্যন্ত শান্তর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়নি দেশের ক্রিকেট বোর্ড।
ওমরাহ পালন করে সভাপতি ফারুক আহমেদ দেশে এলেই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।
বিসিবির এক কর্মকর্তা এ বিষয়ে ক্রিকবাজকে বলেন, ‘হ্যাঁ, সে আমাদের জানিয়েছে সাউথ আফ্রিকা সিরিজ শেষে সে আর দলকে নেতৃত্ব দিতে চায় না।’
একই প্রসঙ্গে শান্ত বলেন, ‘দেখা যাক কী হয়। কারণ আমি এখনও সভাপতির কাছ থেকে শোনার অপেক্ষায় আছি।’
এর আগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন শান্ত। তবে তৎকালীন নাজমুল হাসান পাপনের বোর্ডের চাওয়াতে অধিনায়কত্ব চালিয়ে যান তিনি।
COMMENTS