নিয়ে ইসরাইলের উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেন-গাভির। |
আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনি জনগণকে গাজা উপত্যকা থেকে অন্য কোথাও চলে যাওয়ার আহ্বান জানিয়ে ইসরাইলের উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেন-গাভির বলেছেন, গাজা ‘ইসরাইলি ভূখণ্ড’।
সোমবার ‘গাজায় পুনরায় বসতি স্থাপনের প্রস্তুতি’ শীর্ষক বিক্ষোভ মিছিল করেন বেন-গাভির। সেখানে এক বক্তৃতায় গাজাবাসীকে ‘স্বেচ্ছায়’ অবরুদ্ধ এই উপত্যকা ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানান তিনি। খবর আল-জাজিরার ও প্রেস টিভির।
বেন-গাভির বলেন, ‘আমরা গাজার সকল অধিবাসীকে স্বেচ্ছায় এই উপত্যকা ত্যাগ করার আহ্বান জানাচ্ছি। তাদের আমরা অন্যান্য দেশে চলে যাওয়ার আহ্বান জানাচ্ছি। কারণ, এই ভূখণ্ড আমাদের।’
বেন-গাভির গাজাকে ইসরাইলের অংশ বলে দাবি করলেও বাস্তবতা হচ্ছে, গোটা ইসরাইলি ভূখণ্ডের মালিক গাজাবাসী ফিলিস্তিনিরা। তাদের ভূখণ্ড জবরদখল করে ১৯৪৮ সালে ইসরাইল নামক অবৈধ রাষ্ট্র গঠিত হয়।
COMMENTS