ছবি: সংগৃহীত। |
আন্তর্জাতিক ডেস্ক
উত্তর গাজার বেইত লাহিয়া শহরে ইসরায়েলি হামলায় অন্তত ৭৩ জন নিহত হয়েছে। এদের বেশিরভাগই নারী ও উপত্যকার।
হামাস পরিচালিত কর্তৃপক্ষ বলছে, শনিবার (১৯ অক্টোবর) গভীর রাতে বোমা হামলার পর আরও অনেকে আহত হয়েছে। অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে বলেও দাবি করেছেন কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ইসরায়েল বলেছে, হামাস কর্তৃপক্ষ হতাহতের যে সংখ্যা প্রকাশ করেছে তা ‘অতিরিক্ত’ এবং সেনাবাহিনীর কাছে থাকা তথ্যের সঙ্গে মেলে না। তবে গাজার সিভিল ডিফেন্স সংস্থাও এই সংখ্যা নিশ্চিত করেছে।
সর্বশেষ হামলাটি ইন্দোনেশিয়ান হাসপাতালের কাছে ইসরায়েলি সেনাবাহিনীর ‘তীব্র গুলিবর্ষণের’ কয়েক ঘণ্টা পর করা হয়েছে।
হামাস-পরিচালিত সরকারি মিডিয়া অফিস বলেছে, জনাকীর্ণ আবাসিক এলাকায় বোমাবর্ষণে ৭৩ জন নিহত হয়েছে। তবে হতাহতের সংখ্যা যাচাই করতে পারেনি বিবিসি।
গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, বেইত লাহিয়াতে উদ্ধার কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে, কারণ ওই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা এবং ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন রয়েছে।
ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, হামলায় একটি সম্পূর্ণ আবাসিক কমপ্লেক্স ধ্বংস হয়ে গেছে।
গত শুক্রবার রাতে ঘনবসতিপূর্ণ জাবালিয়া ও সেখানকার শরণার্থীশিবিরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৩৩ জন নিহত হন।
COMMENTS