![]() |
ছবি: সংগৃহীত |
এনএনবি, ঢাকা
অন্তর্বর্তীকালীন সরকারের শপথ আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ জামান। আজ বুধবার (৭ আগস্ট,২০২৪) বিকেলে একটি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সেনাপ্রধান বলেন, ‘ড. ইউনূস আগামীকাল দেশে আসবেন। আমি তাকে বিমানবন্দরে রিসিভ করব। আশা করি আগামীকাল (৮ আগস্ট, ২০২৪) রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হবে।’
এ সরকারে ১৫ জন সদস্য থাকতে পারেন বলেও জানিয়েছেন জেনারেল ওয়াকার-উজ-জামান।
তিনি আরও বলেন, যারা এখনও অরাজকতা করছে, তাদের আইন অনুযায়ী বিচার হবে। এছাড়া, তিন-চার দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও জানান তিনি।
এসময় ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের কাজের প্রশংসা করেন সেনাপ্রধান।
COMMENTS