![]() |
ছবি: সংগৃহীত |
অনলাইন ডেস্ক
‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ অর্থাৎ পৃথীবির সর্ববৃহৎ ক্রীড়া আসর অলিম্পিক গেমসের পর্দা উঠতে যাচ্ছে আজ। মহা জাঁকজমকের মধ্য দিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে অলিম্পিক গেমসের এবারের আসর।
আজ শুক্রবার (২৬ জুলাই, ২০২৪) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা আর বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় সিন নদীতে হবে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।
এবারের প্যারিস অলিম্পিকসের আসরের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে অন্যবারের চেয়ে ভিন্ন আয়োজন। সাধারণত অলিম্পিকের উদ্বোধনী প্যারেডের জন্য প্রধান অ্যাথলেটিক স্টেডিয়াম ব্যবহার করা হয়। কিন্তু প্যারিস অলিম্পিক আয়োজকেরা সেটার পরিবর্তে সাহসী উদ্যোগে বেছে নিয়েছেন রাজধানীর অদুরের সিন নদীকে। স্টেডিয়ামের ট্র্যাকে প্রতিবার যে কুচকাওয়াজ এবার ভিন্নভাবে হবে নৌকায়। পারফরমাররাও থাকবেন নৌকায়, সেখানেই পারফর্ম করবেন। এবারের আসরের ভিন্ন এই আয়োজনের কারণ অলিম্পিকের মূল থিম ‘গেমস ওয়াইড ওপেন’।
জানা গেছে, চার ঘণ্টার এই বর্ণাঢ্য আয়োজনের শুরুতে ঐতিহ্য মেনে পরিচয় করিয়ে দেওয়া হবে অলিম্পিকের জন্মভূমি গ্রিসকে। আর সবার শেষে পরিচয় করিয়ে দেওয়া হবে আয়োজক দেশ ফ্রান্সকে। ইউক্রেন যুদ্ধে নিজেদের ভূমিকার কারণে দল হিসেবে নিষিদ্ধ করা হয়েছে রাশিয়া ও বেলারুশকে।
৬-৭ হাজার অ্যাথলেট আইফেল টাওয়ারের পূর্ব কোণের অস্টারলিটজ সেতু থেকে নৌকা ও বার্জে করে সিন নদীর ৬ কিলোমিটার পাড়ি দেবেন। নথু-দেম ক্যাথেড্রালের পাশ ঘেঁষে, আরও অনেক সেতুর নিচ দিয়ে অনেক গেটওয়ে ধরে প্যারিসের দর্শনীয় নানা জায়গা ছুঁয়ে আইফেল টাওয়ারের কাছে শেষ হবে এই ভ্রমণ। আর অ্যাথলেটদের এই ভ্রমণকে মনোমুগ্ধকর করতে পুরো যাত্রাপথে আকাশ ও পানিতে থাকবে রঙের খেলা। পথে দুই ধারে নদীর তীরে, সেতুর ওপরে এবং চারপশে গান, নাচসহ থাকবে অনেক ধরনের পারফরম্যান্স।
উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে নানা রঙের, রঙিন সাজে সেজেছে সিন নদীর দুই পাড়। অনুষ্ঠানের দুই–তৃতীয়াংশ আয়োজন দিনের আলোয় আয়োজন করা হয়েছে। আর বাকি অংশ রাখা হয়েছে গোধুলীবেলায়। সিন নদীতে সুর্যাস্তের অপরূপ মুহূর্ত প্রাণভরে উপভোগ করবেন দর্শকরা।
চার ঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন নৃত্যশিল্পী, সংগীতশিল্পীসহ প্রায় তিন হাজার পারফর্মার। পুরো এই অনুষ্ঠানটিকে সাজানো হয়েছে ১২টি ভাগে।
অনুষ্ঠান উপভোগ করার জন্য ৫ লাখের বেশি দর্শকের জন্য তৈরি করা হয়েছে বিশেষ স্ট্যান্ড। এছাড়াও সিনের তীর ও আশপাশের ভবনের বারান্দা থেকেও উপভোগ করা যাবে বর্ণাঢ্য এই অনুষ্ঠান।
এবার অলিম্পিকে বাংলাদেশ থেকে মোট পাঁচ অ্যাথলেট অংশ নিচ্ছেন। পাঁচ অ্যাথলেট হলেন-১. সাগর ইসলাম, আরচ্যারি (রিকার্ভ একক) ২. ইমরানুর রহমান, অ্যাথলেটিক (১০০ মিটার), ৩. রবিউল ইসলাম, শ্যুটিং (১০ মিটার এয়ার রাইফেল), ৪. সামিউল ইসলাম রাফি, সাঁতার (১০০ মিটার ফ্রিস্টাইল) ও ৫. সোনিয়া খাতুন, সাঁতার (৫০ মিটার ফ্রিস্টাইল)। এরমধ্যে, সরাসরি জায়গা করে নিয়েছেন আর্চার সাগর ইসলাম। বাকিরা পেয়েছেন আইওসি’র ওয়াইল্ডকার্ড। প্যারেডে সাগর ইসলাম বহন করবেন লাল-সবুজের পতাকা।
COMMENTS