![]() |
ছবি: রয়টার্স |
অনলাইন ডেস্ক
নেপালে রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ১৯ জন আরোহীর মধ্যে ১৮ জন দুর্ঘটনাস্থলেই মারা গেছেন। একজন পাইলটকে আহত অবস্থায় জীবিত উদ্ধার করা গেছে।
বুধবার (২৪ জুলাই, ২০২৪) উড্ডয়নের সময় সুরিয়া এয়ারলাইন্সের কাঠমান্ডু থেকে পোখারাগামী বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে।
নেপালের সিভিল এভিয়েশনের একজন কর্মকর্তা জ্ঞ্যানেন্দ্র ভুলের বরাত দিয়ে জানা যায় বিমানটি ‘বার্ষিক মেনটেন্স কর্মসূচি’র কাজ নিয়ে কাঠমান্ডু থেকে পোখারা যাচ্ছিল। বিমানটিতে দুজন ক্রু এবং ১৭ জন যাত্রী ছিলেন। বিমানটি ত্রিভুবন বিমানবন্দরের উত্তর দিকের অংশে বিধ্বস্ত হয়েছে।
ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের (টিআইএ) মুখপাত্র সুবাস ঝা জানিয়েছেন, পোখারাগামী এই বিমানটি টেকঅফের সময় রানওয়ের বাইরে ছিটকে পড়ার পর দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, বিমানটি রানওয়ের দক্ষিণ প্রান্ত (কোটেশ্বর পাশ) থেকে উড্ডয়নের সময় হঠাৎ উল্টে মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। তারপরে বিমানটি বুদ্ধ এয়ার হ্যাঙ্গার এবং রাডার স্টেশনের মধ্যে রানওয়ের পূর্ব দিকে একটি নিচু অংশে পড়ে যায়।
নেপাল পুলিশের মুখপাত্র দান বাহাদুর কার্কি জানিয়েছেন ১৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিমানটির পাইলট ক্যাপ্টেন এমআর শাক্যকে শুধু জীবিত উদ্ধার করা হয়েছে। তিনি চোখে এবং কপালে আঘাত পেয়েছেন। পাইলটকে চিকিৎসার জন্য কাঠমান্ডু মেডিক্যাল কলেজে নেওয়া হয়েছে।
COMMENTS