
ফেরদৌস আহমদ
এনএনবি, নেত্রকোণা
নেত্রকোণায় সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে চোরাইপথে ভারত থেকে আনা প্রতিটি ৫০ কেজি ওজনের ৩হাজার ৬৪বস্তা চিনি জব্দ করা হয়েছে। জেলার কলমাকান্দা উপজেলার ভারতীয় সীমান্তবর্তি পাহাড়ি এলাকায় বুধবার সকাল থেকে রাতভর এক বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমাণ চিনি জব্দ করা হয়। অভিযানে কলমাকান্দা উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের সমম্বয়ে গঠিত একটি টাস্কফোর্স অংশ গ্রহণ করে। চিনির জব্দ মূল্য ২কোটি ২০লাখ ৬০হাজার টাকা।
অভিযানে টাস্কফোর্সের সমম্বয়ক হিসেবে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল ইসলাম দায়িত্ব পালন করেন। বৃস্পতিবার দুপুরের দিকে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুল হক ও নেত্রকোণা ৩১বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ আউয়াল হোসেন স্ব স্ব বাহিনীর পক্ষে নেতৃত্বদান করেন।
জানা যায়, দীর্ঘদিন ধরেই নেত্রকোণার কলমাকান্দা ও দুর্গাপুরের সীমান্ত এলাকার দূর্গম পাহাড়ি অঞ্চল চোরাচালানের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে অনেক সময় হতাহতের ঘটনাও ঘটে। একশ্রেণীর ব্যবসায়ী চোরাই পথে ভারত থেকে মশলা জাতীয় পণ্য, শাড়ি, লুঙ্গী, মদ, কম্বল ও চিনিসহ নানান সামগ্রী আমদানী এবং এলাকার দূর্গাপুর ও কলমাকান্দাসদর, নিকটবর্তি বারহাট্টা ও নেত্রকোণাসদরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। চোরাকারবারিদের সহযোগিরা পাহাড় ও বন-জঙ্গলের গোপনপথে মাথায় করে চিনির বস্তাসহ অন্যান্য পণ্য মাথায় করে দেশের অভ্যন্তরে নিয়ে এসে বিভিন্ন স্থানে মওজুদ করে। পরে, মোটর সাইকেল, অটোরিক্সা, লরি, ট্রাক, এমনকি এম্বোল্যান্সে করে অন্যান্য স্থানে সরবরাহ করা হয়। সরবরাহকালে প্রশাসন, পুলিশ, বিজিবি ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে মাঝে মাঝে এসব পণ্য জব্দও হয়। কিন্তু চোরাকারবারিরা ধরা না পড়ায় তাদের অবৈধ ব্যবসা থামে না। এমতাবস্থায়, বিশেষ পরিকল্পনা গ্রহণ করে প্রশাসন। তারই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৬জুন) সকাল থেকেই টাস্কফোর্স সীমান্তের লেংগুরা ও খারনৈ ইউনিয়নের চেংগ্নী, বৌ-বাজার, বলমাঠ, কুড়াখালি, কচুগড়া প্রভৃতি গ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। জব্দ চিনি নেত্রকোণা কাস্টমসসের কাছে হস্তান্তর করা হবে জানা গেছে।
এনএনবি, নেত্রকোণা
নেত্রকোণায় সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে চোরাইপথে ভারত থেকে আনা প্রতিটি ৫০ কেজি ওজনের ৩হাজার ৬৪বস্তা চিনি জব্দ করা হয়েছে। জেলার কলমাকান্দা উপজেলার ভারতীয় সীমান্তবর্তি পাহাড়ি এলাকায় বুধবার সকাল থেকে রাতভর এক বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমাণ চিনি জব্দ করা হয়। অভিযানে কলমাকান্দা উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের সমম্বয়ে গঠিত একটি টাস্কফোর্স অংশ গ্রহণ করে। চিনির জব্দ মূল্য ২কোটি ২০লাখ ৬০হাজার টাকা।
অভিযানে টাস্কফোর্সের সমম্বয়ক হিসেবে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল ইসলাম দায়িত্ব পালন করেন। বৃস্পতিবার দুপুরের দিকে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুল হক ও নেত্রকোণা ৩১বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ আউয়াল হোসেন স্ব স্ব বাহিনীর পক্ষে নেতৃত্বদান করেন।
জানা যায়, দীর্ঘদিন ধরেই নেত্রকোণার কলমাকান্দা ও দুর্গাপুরের সীমান্ত এলাকার দূর্গম পাহাড়ি অঞ্চল চোরাচালানের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে অনেক সময় হতাহতের ঘটনাও ঘটে। একশ্রেণীর ব্যবসায়ী চোরাই পথে ভারত থেকে মশলা জাতীয় পণ্য, শাড়ি, লুঙ্গী, মদ, কম্বল ও চিনিসহ নানান সামগ্রী আমদানী এবং এলাকার দূর্গাপুর ও কলমাকান্দাসদর, নিকটবর্তি বারহাট্টা ও নেত্রকোণাসদরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। চোরাকারবারিদের সহযোগিরা পাহাড় ও বন-জঙ্গলের গোপনপথে মাথায় করে চিনির বস্তাসহ অন্যান্য পণ্য মাথায় করে দেশের অভ্যন্তরে নিয়ে এসে বিভিন্ন স্থানে মওজুদ করে। পরে, মোটর সাইকেল, অটোরিক্সা, লরি, ট্রাক, এমনকি এম্বোল্যান্সে করে অন্যান্য স্থানে সরবরাহ করা হয়। সরবরাহকালে প্রশাসন, পুলিশ, বিজিবি ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে মাঝে মাঝে এসব পণ্য জব্দও হয়। কিন্তু চোরাকারবারিরা ধরা না পড়ায় তাদের অবৈধ ব্যবসা থামে না। এমতাবস্থায়, বিশেষ পরিকল্পনা গ্রহণ করে প্রশাসন। তারই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৬জুন) সকাল থেকেই টাস্কফোর্স সীমান্তের লেংগুরা ও খারনৈ ইউনিয়নের চেংগ্নী, বৌ-বাজার, বলমাঠ, কুড়াখালি, কচুগড়া প্রভৃতি গ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। জব্দ চিনি নেত্রকোণা কাস্টমসসের কাছে হস্তান্তর করা হবে জানা গেছে।
COMMENTS