এনএনবি, ঢাকা
প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক তথ্য অধিকার (আরটিআই) আইনের মাধ্যমে তথ্য চাওয়ার ক্ষেত্রে নারীদের আরো বেশি উদ্বুদ্ধকরণের উপর গুরুত্বারোপ করে বলেছেন, বাংলাদেশে নারীর অগ্রগতি সাধিত হয়েছে, নারীর অধিকার এখন অনেক সম্মানের জায়গায় পৌঁছেছে।
তিনি বলেন, নারীরা তথ্য প্রাপ্তির জন্য এগিয়ে আসবেন, তথ্য চাইবেন এবং সংশ্লিষ্ট অফিসগুলো তথ্য দিবেন। নারীর অগ্রগতি বাংলাদেশের অগ্রগতি। নারীরা তাদের প্রয়োজনীয় তথ্য বেশি বেশি করে চাইতে পারে এবং সংশ্লিষ্ট অফিস থেকে পেতে পারে সেই লক্ষ্যে আমাদের সকলকে কাজ করতে হবে।
আজ বৃহস্পতিবার (০৯ মে, ২০২৪) আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশন মিলনায়তনে মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে ‘তথ্য অধিকার প্রশিক্ষণে জেন্ডার অন্তর্ভুক্তিকরণ” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক এবং তথ্য কমিশনার মাসুদা ভাট্টি।
প্রধান তথ্য কমিশনার ড. মালেক বলেন, বাংলাদেশ আজকে ডিজিটাল হতে স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত হচ্ছে। জনগণ প্রয়োজনীয় তথ্য ডিজিটাল সেন্টার থেকে, প্রতিটি গ্রাম থেকে পাচ্ছে।
তিনি আরো বলেন, তথ্য অধিকার জনগণের অধিকার। জনগণের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশে একমাত্র এই আইনটিই জনঅবহিতকরণ সভার মাধ্যমে জনগণকে জানানো হয়। তথ্য কমিশন সারা দেশের সকল জেলা ও উপজেলায় প্রায় ৬০ হাজারের বেশি নারী-পুরুষ নির্বিশেষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়েছে এবং সকল শ্রেণী-পেশার জনগণের উপস্থিতিতে জনঅবহিতকরণ সভা করেছে।
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন এমজেএফ এর নির্বাহী পরিচালক শাহীন আনাম। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তথ্য অধিকার প্রশিক্ষণ মডিউলে জেন্ডার অন্তর্ভুক্তি বিষয়ক গবেষণার সুপারিশ উপস্থাপন করেন সাবেক অতিরিক্ত সচিব মো. আবদুল করিম। এছাড়া দি কার্টার সেন্টারের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সুমনা সুলতানা মাহমুদ এবং ইউএসএআইডি’র প্রোগ্রাম ম্যানেজমেন্ট স্পেশালিস্ট রুমানা আমিন কর্মশালায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমজেএফ এর সিনিয়র প্রকল্প সমন্বয়কারী জিয়াউল করিম। এতে বিভিন্ন মন্ত্রণালয় এবং অধিদপ্তরের ২৭ জন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক তথ্য অধিকার (আরটিআই) আইনের মাধ্যমে তথ্য চাওয়ার ক্ষেত্রে নারীদের আরো বেশি উদ্বুদ্ধকরণের উপর গুরুত্বারোপ করে বলেছেন, বাংলাদেশে নারীর অগ্রগতি সাধিত হয়েছে, নারীর অধিকার এখন অনেক সম্মানের জায়গায় পৌঁছেছে।
তিনি বলেন, নারীরা তথ্য প্রাপ্তির জন্য এগিয়ে আসবেন, তথ্য চাইবেন এবং সংশ্লিষ্ট অফিসগুলো তথ্য দিবেন। নারীর অগ্রগতি বাংলাদেশের অগ্রগতি। নারীরা তাদের প্রয়োজনীয় তথ্য বেশি বেশি করে চাইতে পারে এবং সংশ্লিষ্ট অফিস থেকে পেতে পারে সেই লক্ষ্যে আমাদের সকলকে কাজ করতে হবে।
আজ বৃহস্পতিবার (০৯ মে, ২০২৪) আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশন মিলনায়তনে মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে ‘তথ্য অধিকার প্রশিক্ষণে জেন্ডার অন্তর্ভুক্তিকরণ” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক এবং তথ্য কমিশনার মাসুদা ভাট্টি।
প্রধান তথ্য কমিশনার ড. মালেক বলেন, বাংলাদেশ আজকে ডিজিটাল হতে স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত হচ্ছে। জনগণ প্রয়োজনীয় তথ্য ডিজিটাল সেন্টার থেকে, প্রতিটি গ্রাম থেকে পাচ্ছে।
তিনি আরো বলেন, তথ্য অধিকার জনগণের অধিকার। জনগণের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশে একমাত্র এই আইনটিই জনঅবহিতকরণ সভার মাধ্যমে জনগণকে জানানো হয়। তথ্য কমিশন সারা দেশের সকল জেলা ও উপজেলায় প্রায় ৬০ হাজারের বেশি নারী-পুরুষ নির্বিশেষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়েছে এবং সকল শ্রেণী-পেশার জনগণের উপস্থিতিতে জনঅবহিতকরণ সভা করেছে।
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন এমজেএফ এর নির্বাহী পরিচালক শাহীন আনাম। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তথ্য অধিকার প্রশিক্ষণ মডিউলে জেন্ডার অন্তর্ভুক্তি বিষয়ক গবেষণার সুপারিশ উপস্থাপন করেন সাবেক অতিরিক্ত সচিব মো. আবদুল করিম। এছাড়া দি কার্টার সেন্টারের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সুমনা সুলতানা মাহমুদ এবং ইউএসএআইডি’র প্রোগ্রাম ম্যানেজমেন্ট স্পেশালিস্ট রুমানা আমিন কর্মশালায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমজেএফ এর সিনিয়র প্রকল্প সমন্বয়কারী জিয়াউল করিম। এতে বিভিন্ন মন্ত্রণালয় এবং অধিদপ্তরের ২৭ জন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
COMMENTS