![]() |
কৃষি কর্মকর্তা রাজিয়া তরফদার ও সালাহউদ্দিন সুজন। ছবি : সংগৃহীত |
এনএনবি, মানিকগঞ্জ
মানিকগঞ্জের শিবালয় উপজেলা কৃষি অফিসে বোরোধানের পোকা দমনে পরামর্শ নিতে যাওয়া কৃষককে গালমন্দ করে
বের করে দেওয়ার ঘটনায় দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
এ ঘটনায় অভিুযক্ত সেই উপসহকারী কৃষি কর্মকর্তা সালাহউদ্দিন সুজনকে মানিকগঞ্জে
থেকে দিনাজপুর অঞ্চলে বদলির পর এবার উপজেলা কৃষি অফিসার রাজিয়া তরফদারকেও
ফরিদপুরের সালথায় বদলি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৪ এপ্রিল, ২০২৪) কৃষি অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন,
অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ আব্দুল হাই স্বাক্ষরিত একটি পত্রে কৃষি কর্মকর্তাকে
বদলির আদেশ দেওয়া হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রবিআহ নূর আহমেদ বিষয়টি নিশ্চিত
করেছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিস আদেশ কপিতে দেখা গেছে, মানিকগঞ্জের শিবালয়
উপজেলার কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সালাহউদ্দিন সুজনকে দিনাজপুর
অঞ্চলের অধীনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ে পদায়ন
করা হয়েছে।
শুক্রবার (৫ এপ্রিল, ২০২৪) কৃষি অধিদপ্তরের এক অফিস আদেশ থেকে জানা গেছে,
শিবালয় উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া তরফদারকে মানিকগঞ্জের শিবালয় উপজেলা থেকে
ফরিদপুরের সালথা উপজেলায় পদায়ন করে বদলি করা হয়েছে। ওই অফিস আদেশে বলা হয়েছে,
আগামী ১৬ এপ্রিল তিনি তার দায়িত্বভার হস্তান্তর করবেন। অন্যথায় ১৭ এপ্রিল থেকে
তাৎক্ষণিক অবমুক্তি বলে গণ্য হবে।
এর আগে, গত মঙ্গলবার (২ এপ্রিল, ২০২৪) দুপুরে পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত
একগুচ্ছ বোরোধান নিয়ে পরামর্শ চাইতে শিবালয় উপজেলা কৃষি অফিসে যান কৃষক ফজলুর
রহমান (৬৫)। ভুক্তভোগী কৃষককে সমস্যা সমাধান না দিয়ে উল্টো গালমন্দ করা হয়।
কৃষক ফজলুর রহমান জানান, ‘আমার সাথে খুবই খারাপ আচরণ করেছেন উনি। উনি বলেছেন
আমি কি আপনার কামলা দেই। আপনি কি দেশের প্রেসিডেন্ট হয়ে গেছেন। আপনি বললেই মাঠে
যেতে হবে। যা পারেন করেন গা। আপনি বেরিয়ে যান। যদি বয়স্ক লোক না হতেন, তাহলে
আপনাকে দেখে দিতাম।’ এ সময় উপসহকারী ওই কৃষি কর্মকর্তার সঙ্গে অন্য সহকর্মীরাও
যুক্ত হন বলেও জানান তিনি।
COMMENTS