![]() |
ছবি: সংগৃহীত |
এনএনবি, ঢাকা
মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট বসানোর সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে সড়ক পরিবহন ও
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘হঠাৎ মেট্রোরেলের ভাড়ায় ১৫ শতাংশ ভ্যাট
বসানোর ঘোষণা কে দিল, এ সম্পর্কে কিছু জানি না। সরকারের উচ্চপর্যায়ে কোনো ধরনের
সিদ্ধান্ত হওয়ার আগেই হুট করে কারা এ ধরনের খবর দিলেন, আমি তা জানি না।’
বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করবেন বলে তিনি জানিয়েছেন।
শুক্রবার (৫ এপ্রিল, ২০২৪) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মৎস্যজীবী লীগের ঈদ
উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (৪ এপ্রিল, ২০২৪) মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট আরোপের বিষয়ে ঢাকা
ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানিকে (ডিএমটিসিএল) চিঠি দিয়েছে এনবিআর। জাতীয়
রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট বিভাগ একটি আদেশ জারি করে। চলতি বছরের ১ জুলাই
থেকে মেট্রোরেলের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট বসবে বলে চিঠিতে বলা হয়েছে। ভ্যাট
সাধারণত ভোক্তাকেই দিতে হয়, সে জন্য মেট্রোরেলের টিকিটের দাম ১৫ শতাংশ বাড়তে
পারে।
ওবায়দুল কাদের আরও বলেন, ‘গণপরিবহনের একটা বিশেষ সেবা মেট্রোরেল। মানুষ এর সুফল
পাচ্ছে। সরকারের উচ্চপর্যায়ে কোনো ধরনের সিদ্ধান্ত হওয়ার আগেই হুট করে কারা এ
ধরনের খবর দিলেন, আমি তা জানি না।’
২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে ৩০ জুন, ২০২৪ পর্যন্ত মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট
অব্যাহতি দিয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অব্যাহতির মেয়াদ আরও বাড়াতে
মেট্রোরেল কর্তৃপক্ষ আবেদন করলেও তাতে রাজি হয়নি এনবিআর। কারণ, আন্তর্জাতিক
মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্তানুসারে সব ধরনের করছাড় কমাতে হবে।
COMMENTS