![]() |
নিহত মো. জোবায়ের রহমান জামিল। ছবি: সংগৃহীত |
এনএনবি, গাইবান্ধা
গাইবান্ধায় শিশুসহ এক গৃহবধূ ট্রেনের নিচে ঝাঁপ দেন। এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে এক কলেজছাত্রসহ তিনজনই ট্রেনের ধাক্কায় রেলপথের পাশে ছিটকে পড়েন। এ সময় দেড় বছর বয়সী শিশুসন্তান প্রাণে বেঁচে গেলেও গৃহবধূ ও কলেজছাত্র নিহত হন।
সোমবার (১ এপ্রিল, ২০২৪) দুপুর ১২টার দিকে গাইবান্ধা সদরের মাঝিপাড়া এলাকায় আদর্শ কলেজ সংলগ্ন রেললাইনে এই ঘটনা ঘটে।
নিহত মো. জোবায়ের রহমান জামিল (১৮) গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। তিনি শহরের এসকেএস স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
নিহত রাজিয়া বেগম (২৩) গাইবান্ধা পৌর শহরের মাঝিপাড়া এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, পারিবারিক কলহের জেরে গৃহবধূ রাজিয়া বেগম শিশুসন্তানকে কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তখন রেললাইনের পাশ দিয়ে যাচ্ছিলেন জোবায়ের। তিনি তাঁদের ঝাঁপ দিতে দেখে রেললাইন থেকে ধাক্কা দেন। তখন সান্তাহারগামী লোকাল ট্রেনের ধাক্কায় তিনজনই রেললাইন থেকে ছিটকে পড়েন। তাঁদের মধ্যে জোবায়ের ও রাজিয়াকে রংপুরে মেডিকেল কলেজে নেওয়ার পথে মারা যান। শিশু আবিরকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা রেলওয়ে (জিআরপি) পুলিশ ফাঁড়ি থানার উপ-পরিদর্শক(এসআই) ফারুক হোসেন বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এটা আত্মহত্যা নাকি দুর্ঘটনা, এখনই বলা সম্ভব হচ্ছে না। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’
COMMENTS