![]() |
ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবি। ছবি: সংগৃহীত |
অনলাইন ডেস্ক
রাষ্ট্রীয় উপহার (তোশাখানা) দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী
ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবির ১৪ বছরের কারাদণ্ড স্থগিত করেছেন
ইসলামাবাদ হাইকোর্ট।
সোমবার (১ এপ্রিল, ২০২৪) সাজা স্থগিতের এ রায় দেন দেশটির হাইকোর্ট।
ইসলামবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমের ফারুক ও বিচারপতি মিয়াঙ্গুল হাসান
আওরঙ্গজেব ইমরানের আপিলের শুনানিতে কারাদন্ড স্থগিতের আদেশ দেন।
আদালতে ইমরানের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার আলি জাফর। এ সময় পাকিস্তানের
অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর প্রসিকিউটর আমজাদ পারভেজ আদালতে উপস্থিত ছিলেন।
গত বছরের ডিসেম্বরে জবাবদিহি আদালতে তোশাখানা দুর্নীতি মামলাটি করেছিল জাতীয়
জবাবদিহি ব্যুরো (এনএবি)। এতে সৌদি যুবরাজের উপহার দেওয়া দুটি অলংকার কম দাম
দেখিয়ে তোশাখানা থেকে নেওয়ার অভিযোগ আনা হয়েছিল ইমরান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে।
৩১ জানুয়ারি, ২০২৪ ইসলামাবাদের একটি দুর্নীতিবিরোধী আদালত ইমরান ও বুশরা বিবিকে
এ সাজা দেন। দেশটির সাধারণ নির্বাচনের মাত্র কয়েকদিন আগে এ রায় ঘোষণা করা হয়।
রায় অনুসারে, ইমরান ও বুশরা বিবিকে দশ বছরের জন্য সরকারি দায়িত্ব পালনে নিষিদ্ধ
এবং তাদের প্রত্যেককে ৭৮৭ মিলিয়ন রুপি জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
COMMENTS