
কাজী রফিকুল হাসান
এনএনবি, জামালপুর
গণতান্ত্রিক আওয়ামীলীগ সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর থেকে জামালপুরে গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটে। গ্রামাঞ্চলের প্রায় রাস্তাঘাট পাকাকরণ করায় পণ্য সামগ্রী হাট বাজারে আনা নেয়া করা সহজ হয়ে যায়। কৃষকরা নিজ উদ্যোগে উৎপাদিত পণ্য বিক্রি করতে পারছে। ফলে জেলার কৃষি অর্থনীতি চাঙ্গা হয়ে উঠেছে।
এনএনবি, জামালপুর
গণতান্ত্রিক আওয়ামীলীগ সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর থেকে জামালপুরে গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটে। গ্রামাঞ্চলের প্রায় রাস্তাঘাট পাকাকরণ করায় পণ্য সামগ্রী হাট বাজারে আনা নেয়া করা সহজ হয়ে যায়। কৃষকরা নিজ উদ্যোগে উৎপাদিত পণ্য বিক্রি করতে পারছে। ফলে জেলার কৃষি অর্থনীতি চাঙ্গা হয়ে উঠেছে।

জানা যায়, এক সময় জামালপুর খুবই অবহেলিত জনপদ ছিল। বিগত বিএনপি সরকারের শাসন আমলে চোখে পড়ার মতো কোনো উন্নয়ন হয়নি। সদর উপজেলার গ্রামীণ রাস্তাঘাট ছিল খুবই করুন। উৎপাদিত পণ্য সামগ্রী আনা নেওয়া করতে কৃষকরা হয়রানির শিকার হতো। লক্ষীরচর, টেবিরচর, তুলশীরচর, কাজিয়ারচর, চর যথার্থপুর সহ শ্রীপুর, বাঁশচড়া, সাহাবাজপুর এলাকায় যাতায়াত করার পরিবেশ ছিল না। এলজিইডি,সড়ক বিভাগ এ সব এলাকার রাস্তাঘাট পাকাকরণ সহব্রিজ কালভার্ট নির্মাণ করায় গ্রামীণ চেহারা পাল্টে যায়। ফলে কৃষি শিল্পে বিপ্লব ঘটে। এ সব এলাকার বেশ কয়েকজন ব্যক্তির সাথে কথা বললে তারা এ প্রতিবেদক কে বলেন বর্তমান সাংসদ মো: আবুল কালাম আজাদ সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন ও সাবেক ভূমি মন্ত্রী মো: রেজাউল করীম হীরার উদ্যোগে গ্রামাঞ্চলে ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন হয়।

এদিকে মেলান্দহ,মাদারগঞ্জ,ইসলামপু,দেওয়ানগঞ্জ,বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার গ্রামীণ রাস্তাঘাট এতোই উন্নত হয়েছে যা বিগত বিএনপি সরকারের অবহেলায় ছিল উপজেলাগুলো। বর্তমান সাংসদ মির্জা আজম ধর্মমন্ত্রী মো: ফরিদুল হক খান দুলাল সাংসদ নুর মোহাম্মদ ও সাবেক সাংসদ ও মন্ত্রী মো: আবুল কালাম আজাদের অক্লান্ত প্রচেষ্টার কারণে গ্রামীণ যোগাযোগে আমূল পরিবর্তন ঘটে। ফলে জেলার কৃষি শিল্প জাগ্রত হয়ে উঠে।
COMMENTS