
এনএনবি, ঢাকা
রবিবার ও সোমবার গরম ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকলেও মঙ্গলবার থেকে তিন বিভাগে মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টা আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একাত্তরটিভি
এরইমধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। রবিবার (১৪ এপ্রিল, ২০২৪) নববর্ষের দিনে গরমে কষ্ট পাচ্ছে রাজধানীসহ প্রায় সারাদেশের মানুষ।
প্রচণ্ড গরম আবহাওয়া নিয়েই বিভিন্ন অঞ্চলের মানুষ একত্রিত হয়েছে নববর্ষের উদযাপনে। গরমের অস্বস্তির মধ্যেই সকাল থেকে রাজধানীর রমনা বটমূলের বর্ষবরণ উৎসব , ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার সামনে মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়েছে হাজার হাজার মানুষ। জাগোনিউজ
আবহাওয়া অধিদপ্তর জানায়,মঙ্গলবার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এবং কোথাও কোথাও আবার শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
রবিবার ও সোমবার গরম ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকলেও মঙ্গলবার থেকে তিন বিভাগে মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টা আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একাত্তরটিভি
এরইমধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। রবিবার (১৪ এপ্রিল, ২০২৪) নববর্ষের দিনে গরমে কষ্ট পাচ্ছে রাজধানীসহ প্রায় সারাদেশের মানুষ।
প্রচণ্ড গরম আবহাওয়া নিয়েই বিভিন্ন অঞ্চলের মানুষ একত্রিত হয়েছে নববর্ষের উদযাপনে। গরমের অস্বস্তির মধ্যেই সকাল থেকে রাজধানীর রমনা বটমূলের বর্ষবরণ উৎসব , ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার সামনে মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়েছে হাজার হাজার মানুষ। জাগোনিউজ
আবহাওয়া অধিদপ্তর জানায়,মঙ্গলবার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এবং কোথাও কোথাও আবার শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
COMMENTS