
এনএনবি, গাজীপুর
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পার্শ্ববর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে গাজীপুর জেলা প্রশাসন।
আজ রবিবার (০৮ এপ্রিল ২০২৪) দুপুরে মহাসড়কের চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস মোড়ে এ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন।
সুমাইয়া মমিন বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কের দু’টি পয়েন্টে চারশো মিটার ফুটপাতে অবৈধভাবে দখলকৃত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সড়ক ও জনপদের জমি দখলে নিয়ে এসব স্থাপনা গড়ে তোলা হয়। অভিযানে সড়ক ও জনপথ এবং মহানগর পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। এ ধরনের উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।
অভিযানে জেলা প্রশাসন, সড়ক ও জনপদ এবং পুলিশ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পার্শ্ববর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে গাজীপুর জেলা প্রশাসন।
আজ রবিবার (০৮ এপ্রিল ২০২৪) দুপুরে মহাসড়কের চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস মোড়ে এ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন।
সুমাইয়া মমিন বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কের দু’টি পয়েন্টে চারশো মিটার ফুটপাতে অবৈধভাবে দখলকৃত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সড়ক ও জনপদের জমি দখলে নিয়ে এসব স্থাপনা গড়ে তোলা হয়। অভিযানে সড়ক ও জনপথ এবং মহানগর পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। এ ধরনের উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।
অভিযানে জেলা প্রশাসন, সড়ক ও জনপদ এবং পুলিশ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
COMMENTS