![]() |
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। |
এনএনবি, ঢাকা
আগের দুই শর্ত বহাল রেখেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাদণ্ড আরও ছয় মাস
স্থগিত করেছে সরকার।
বুধবার (২৭ মার্চ, ২০২৪) রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা
সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লার সই করা এই প্রজ্ঞাপন জারি করা
হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ২৫ মার্চ থেকে সাজা স্থগিত কার্যকর হবে। এ সময় তিনি নিজ
বাসায় থেকেই চিকিৎসাসেবা গ্রহণ করবেন। একইসঙ্গে বর্ধিত মেয়াদের মধ্যে তিনি
বিদেশ ভ্রমণে যেতে পারবেন না।
এর আগে খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো ও তাঁকে চিকিৎসার জন্য বিদেশে
যাওয়ার অনুমতি চেয়ে ছোট ভাই শামীম ইস্কান্দার চলতি মার্চের প্রথম সপ্তাহে আবেদন
করেন। এবারসহ প্রতিবার ছয় মাস করে মোট নয় বার সাজা স্থগিত করল সরকার।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট
দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে সাজা দেন আদালত। সেই থেকে প্রায় দুই বছর জেলে
ছিলেন তিনি। পরের বছর সাজার বিরুদ্ধে তাঁর আপিল খারিজ করে হাইকোর্ট সাজা বাড়িয়ে
১০ বছর করে। পরে মহামারি করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পেলে ২০২০ সালের ২৫
মার্চ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে দুটি শর্তে সরকারের
নির্বাহী আদেশে তাকে মুক্তি দেওয়া হয়েছিল।
COMMENTS