![]() |
গ্রেপ্তারকৃত চাঁদাবাজ চক্রের ৭ সদস্য। ছবি: র্যাব-৫ এর সৌজন্যে। |
এনএনবি, রাজশাহী
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাক, সিএনজি ও অটোরিকশা থেকে জোরপূর্বক চাঁদা
আদায়কারী চক্রের ০৭ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২১ মার্চ, ২০২৪) বিকেলে র্যাব-৫ এর রাজশাহীর সদর কোম্পানি
মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট বাজারস্থ
কড়াইতলা মোড়স্থ কাঁকনহাট টু পুলিশ ফাঁড়ি রোডের উপর অপারেশন পরিচালনা করে
চাঁদাবাজ চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করে।
ওইদিন অপর একটি অভিযানে গোদাগাড়ী থানাধীন গোদাগাড়ী বাজারস্থ ডাইংপাড়া মোড়ের
গ্রামীণ ট্রাভেলস কাউন্টারের সামনে রাজশাহী টু গোদাগাড়ী গামী পাকা রাস্তার উপর
অপারেশন পরিচালনা করে চাঁদাবাজ চক্রের আরও ৪ সদস্যকে গ্রেপ্তার করে র্যাব।
শুক্রবার (২২ মার্চ, ২০২৪) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে
র্যাব-৫।
গোদাগাড়ীর কাঁকনহাট বাজারসংলগ্ন কড়াইতলা মোড় থেকে গ্রেপ্তারকৃত ৩ জন
চাঁদাবাজ হলেন সুইট আলী (২৪), বেনজীর আহাম্মেদ (৪০) ও আসিদুল ইসলাম (৩২)। এসময়
তাঁদের কাছ থেকে চাঁদা উত্তোলনরত অবস্থায় নগদ ৮ হাজার ৪০ টাকা ও চাঁদা আদায়ের
টালিখাতা জব্দ করেছে র্যাব।
অপরদিকে ডাইংপাড়া মোড় থেকে গ্রেপ্তারকৃত ৪ জন চাঁদাবাজ হলেন শহিদুল ইসলাম (৩৭),
রমজান আলী (২৭), তুষার আলী নাঈম (২৪) ও জিয়াউর রহমান পাইলট (৪২)। তাঁদের কাছ
থেকে চাঁদা উত্তোলনরত অবস্থায় নগদ ৭ হাজার ৪২০ টাকা এবং দুটি চাঁদা আদায়ের রসিদ
বই জব্দ করেছে র্যাব।
বিজ্ঞপ্তিতে র্যাব-৫ জানায় চাঁদা আদায় সংক্রান্ত জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা
স্বীকার করেন যে, তারা প্রতিদিন ঘটনাস্থল থেকে মূলহোতা পলাতক আসামি মো. রবিউল
আলমের (৫০) নির্দেশে ট্রাক, সিএনজি ও অটোরিকশা থেকে নিয়মিতভাবে বিভিন্ন ভয়-ভীতি
দেখিয়ে বলপূর্বক চাঁদা আদায় করে আসছিল এবং চাঁদা না দিলে ট্রাক, সিএনজি ও
অটোরিকশা চালকদের বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শনসহ গাড়ি ভাঙচুর, ক্ষয়ক্ষতি ও
মারধর করে চাঁদা আদায় করাসহ যানবাহন চলাচলে অবৈধ ভাবে বাধাপ্রদান করত।
গ্রেপ্তারকৃতদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী জেলার গোদাগাড়ী থানায়
এজাহার মূলে হস্তান্তর করা হয়েছে।
COMMENTS