![]() |
সব্যসাচী চক্রবর্তী। |
অনলাইন ডেস্ক
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ‘ফেলুদা’ খ্যাত বর্ষীয়ান অভিনেতা সব্যসাচী
চক্রবর্তী। জানা গেছে, বুকের সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।
পেসমেকার বসানো হতে পারে।
হাসপাতালে ভর্তির খবরের সত্যতা নিশ্চিত করেছেন অভিনেতার স্ত্রী মিঠু চক্রবর্তী।
গত বছর সব্যসাচী জানিয়েছিলেন অভিনয় থেকে সরে দাঁড়াতে চান তিনি। ঢাকা চলচ্চিত্র
উৎসবে যোগ দিয়ে সংবাদমাধ্যমের কাছে তিনি বলেন, ‘আমার সময় শেষ, এখন আমি
অবসরপ্রাপ্ত’।
কয়েকদিন আগে বড় ছেলে গৌরব ও পুত্রবধূ ঋদ্ধিমা ঘোষের একমাত্র সন্তান ধীরের
অন্নপ্রাশনের অনুষ্ঠানে বেশ চনমনে দেখা গেছে অভিনেতাকে।
বর্ষীয়ান অভিনেতাকে দেখা যাবে ‘দেবী চৌধুরানী’ সিনেমাতে। শুভ্রজিৎ মিত্র
পরিচালিত, শ্রাবণটি চট্টোপাধ্যায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘দেবী
চৌধুরানী’ ছবিতে হরবল্লভের ভূমিকায় অভিনয় করবেন তিনি।
মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র—সব মাধ্যমেই দাপটের সঙ্গে অভিনয় করেছেন এ বর্ষীয়ান অভিনেতা। পর্দায় নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও ব্যাপক পরিচিতি পান
‘ফেলুদা’র চরিত্রে অভিনয় করে।
COMMENTS