![]() |
হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। |
এনএনবি, ঢাকা
আবারও পরিবারের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার
অনুমতি এবং মুক্তির মেয়াদ বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।
রবিবার (১৭ মার্চ, ২০২৪) বিএনপি'র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য
জানান।
তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার বিদেশ চিকিৎসার অনুমতি চেয়ে গত ৬ মার্চ তার
ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন। খালেদা জিয়ার
চিকিৎসকেরা বিদেশে নিয়ে চিকিৎসার পরামর্শ দিয়েছেন। তাই খালেদা জিয়াকে মুক্তি
দিয়ে বিদেশে নিয়ে চিকিৎসার অনুমতি চাওয়া হয়েছে।’
ইতোমধ্যে আবেদনের বিষয়ে আইনগত মতামত নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন
মন্ত্রণালয়ে গিয়ে পৌঁছেছে আবেদনটি।
সোমবার (১৮ মার্চ, ২০২৪) এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। তবে একটি সূত্র বলছে,
চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আইনগত কোনো সুযোগ নেই।
সর্বশেষ ১২ সেপ্টেম্বর, ২০২৩ খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ছয় মাস বাড়িয়ে
প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই মেয়াদ শেষ হতে যাচ্ছে ২৪ মার্চ,
২০২৪।
COMMENTS