![]() |
শান্ত-মুশফিকের অপরাজিত ১৬৫ রানের জুটিতেই প্রথম ওয়ানডেতে জয় পায় বাংলাদেশ। |
এনএনবি, চট্টগ্রাম
জয়ের লক্ষ্যে নেমে শ্রীলঙ্কার বিপরীতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ২৩ রানে ৩
উইকেট হারানো দলকে দুর্দান্ত সেঞ্চুরিতে ৬ উইকেটের সহজ জয় এনে দিয়েছেন নাজমুল
হাসান শান্ত। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো বাংলাদেশ।
বুধবার (১৩ মার্চ, ২০২৪) জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কা ব্যাট
করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে অধিনায়ক কুশল মেন্ডিস ও জেনিথ লিয়ানাগের
ফিফটিতে ৪৮ ওভার ৫ বলে ২৫৫ রানে অলআউট হয় লঙ্কানরা। বাংলাদেশের হয়ে শরিফুল
ইসলাম, তাসকিন আহমেদ ও তানজিম সাকিব ৩টি করে উইকেট নেন।
২৫৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে
বাংলাদেশ। ৫ ওভার ১ বলে দলীয় ২৩ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপর
মাহমুদউল্লাহ রিয়াদকে সাথে নিয়ে ৬৯ রানের জুটি দিয়ে শুরুর বিপর্যয় সামাল দেন
শান্ত।
মাহমুদউল্লাহ আউট হন ৩৭ বলে ৩৭ রান করে। এরপর ক্রিজে আসা মুশফিকুর রহিমকে সঙ্গে
নিয়ে ১৬৫ রানের দুর্দান্ত জুটি গড়েন শান্ত। মুশফিক ৮৪ বলে ৭৩ রানে অপরাজিত
থাকেন, তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের ৪৯তম ফিফটি। বাংলাদেশের পঞ্চম অধিনায়ক
হিসেবে সেঞ্চুরি পেয়েছেন শান্ত। শান্ত ১২৯ বলে ১২২ রানে অপরাজিত থাকেন।
ওয়ানডেতে বাংলাদেশের অধিনায়কদের মধ্যে এটি সর্বোচ্চ ইনিংস।
শান্ত-মুশফিক জুটির নান্দনিক ব্যাটিংয়ে ভর করে ৩২ বল হাতে রেখেই ৬ উইকেটের জয়
পায় বাংলাদেশ।
COMMENTS