
এনএনবি, গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় টাকা লুট করার চেষ্টায় একটি বেসরকারি ব্যাংকের সামনে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে যখম করেছে দুর্বৃত্তরা। এলোপাতাড়ি কোপের আঘাতে স্বর্ণ ব্যবসায়ী ও তার ছেলে দুজনে আহত হন।
এ ঘটনায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে তারা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মুহূর্তেই ছড়িয়ে পড়ে।
আহতরা হলেন: সোনিয়া জুয়েলার্স নাসে এক স্বর্ণের দোকানের স্বত্বাধিকারী মানিক মিয়া ও তার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ মার্চ, ২০২৪) রাত পোনে এগারোটার দিকে এক স্বর্ণ ব্যবসায়ী ও তার ছেলে তাদের দোকান গুছিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ কিছু দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তারা এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য কিছু আতশবাজি ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় ওই এলাকার বসবাসকারী ব্যবসায়ী ও মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা লুটের চেষ্টা
মৌচাক ফাঁড়ির এসআই মো. সাইফুল আলম জানান, মানিক মিয়া ও তার ছেলে দোকান থেকে বাসার দিকে যাওয়ার পথে সফিপুর এলাকায় টাকাপয়সা লুটের উদ্দেশ্যে তাদের ওপর দুর্বৃত্তরা আক্রমণ করে। তাদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার ফলে তারা দুজনে আহত হয়েছে। তবে এ ঘটনায় কোনো টাকাপয়সা লুট করতে পারেনি। সেখানে আতশবাজির মতো কিছু বস্তু ফোটানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় টাকা লুট করার চেষ্টায় একটি বেসরকারি ব্যাংকের সামনে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে যখম করেছে দুর্বৃত্তরা। এলোপাতাড়ি কোপের আঘাতে স্বর্ণ ব্যবসায়ী ও তার ছেলে দুজনে আহত হন।
এ ঘটনায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে তারা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মুহূর্তেই ছড়িয়ে পড়ে।
আহতরা হলেন: সোনিয়া জুয়েলার্স নাসে এক স্বর্ণের দোকানের স্বত্বাধিকারী মানিক মিয়া ও তার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ মার্চ, ২০২৪) রাত পোনে এগারোটার দিকে এক স্বর্ণ ব্যবসায়ী ও তার ছেলে তাদের দোকান গুছিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ কিছু দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তারা এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য কিছু আতশবাজি ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় ওই এলাকার বসবাসকারী ব্যবসায়ী ও মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা লুটের চেষ্টা
মৌচাক ফাঁড়ির এসআই মো. সাইফুল আলম জানান, মানিক মিয়া ও তার ছেলে দোকান থেকে বাসার দিকে যাওয়ার পথে সফিপুর এলাকায় টাকাপয়সা লুটের উদ্দেশ্যে তাদের ওপর দুর্বৃত্তরা আক্রমণ করে। তাদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার ফলে তারা দুজনে আহত হয়েছে। তবে এ ঘটনায় কোনো টাকাপয়সা লুট করতে পারেনি। সেখানে আতশবাজির মতো কিছু বস্তু ফোটানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
COMMENTS