
এনএনবি, গাজীপুর
গাজীপুরের টঙ্গী ও রাজধানীর আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১ এর আভিযানিক দল। সোমবার (১৮ মার্চ, ২০২৪) দিবাগত রাতে টঙ্গী, গাজীপুর ও আব্দুল্লাহপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের হেফাজত থেকে চাইনিজ কুড়াল, লোহার রড, সুইচগিয়ার চাকু, ক্ষুর, সাইকেলের চেইন, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৯ মার্চ, ২০২৪) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহফুজুর রহমান।
গ্রেফতাররা হলেন, কিশোর গ্যাংয়ের দলনেতা শহিদুল (৩১), ফারুক (২৪), শামীম (১৯), হৃদয় (২২), আলমগীর হোসেন (২৫), জাহিদ (১৯) ও সবুজ (২৪)।
র্যাব জানায়, গ্রেফতাররা রাজধানীর আব্দুল্লাহপুর, গাজীপুর ও টঙ্গীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবত আধিপত্য বিস্তারের নামে পেশিশক্তি প্রদর্শন, মাদক সেবন, সাইলেন্সারবিহীন মোটরসাইকেল চালিয়ে বিকট শব্দ করে জনমনে ভীতির সঞ্চার, স্কুল-কলেজে বুলিং, র্যাগিং, ইভটিজিং, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভিডিও শেয়ারসহ নানাবিধ অনৈতিক কাজে লিপ্ত রয়েছে। যা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে নিশ্চিত ক্ষতির মুখে ধাবিত করছে।
এরই পরিপ্রেক্ষিতে সোমবার (১৮ মার্চ, ২০২৪) রাতে র্যাবের একাধিক আভিযানিক দল উল্লেখিত এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে একটি চাইনিজ কুড়াল, একটি লোহার রড, একটি সুইচগিয়ার চাকু, দুইটি ক্ষুর, দুইটি সাইকেলের চেইন, চারটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৭০০ টাকা উদ্ধার করে।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও ওই কর্মকর্তা জানান।
গাজীপুরের টঙ্গী ও রাজধানীর আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১ এর আভিযানিক দল। সোমবার (১৮ মার্চ, ২০২৪) দিবাগত রাতে টঙ্গী, গাজীপুর ও আব্দুল্লাহপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের হেফাজত থেকে চাইনিজ কুড়াল, লোহার রড, সুইচগিয়ার চাকু, ক্ষুর, সাইকেলের চেইন, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৯ মার্চ, ২০২৪) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহফুজুর রহমান।
গ্রেফতাররা হলেন, কিশোর গ্যাংয়ের দলনেতা শহিদুল (৩১), ফারুক (২৪), শামীম (১৯), হৃদয় (২২), আলমগীর হোসেন (২৫), জাহিদ (১৯) ও সবুজ (২৪)।
র্যাব জানায়, গ্রেফতাররা রাজধানীর আব্দুল্লাহপুর, গাজীপুর ও টঙ্গীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবত আধিপত্য বিস্তারের নামে পেশিশক্তি প্রদর্শন, মাদক সেবন, সাইলেন্সারবিহীন মোটরসাইকেল চালিয়ে বিকট শব্দ করে জনমনে ভীতির সঞ্চার, স্কুল-কলেজে বুলিং, র্যাগিং, ইভটিজিং, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভিডিও শেয়ারসহ নানাবিধ অনৈতিক কাজে লিপ্ত রয়েছে। যা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে নিশ্চিত ক্ষতির মুখে ধাবিত করছে।
এরই পরিপ্রেক্ষিতে সোমবার (১৮ মার্চ, ২০২৪) রাতে র্যাবের একাধিক আভিযানিক দল উল্লেখিত এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে একটি চাইনিজ কুড়াল, একটি লোহার রড, একটি সুইচগিয়ার চাকু, দুইটি ক্ষুর, দুইটি সাইকেলের চেইন, চারটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৭০০ টাকা উদ্ধার করে।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও ওই কর্মকর্তা জানান।
COMMENTS