![]() |
শ্রীপুর উপজেলায় হত্যা মামলার আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধনের একাংশ |
এনএনবি, শ্রীপুর (গাজীপুর)
শ্রীপুরে প্রকাশ্যে ছুরিকাঘাতে মো. আব্দুল্লাহ নামে এক যুবককে হত্যার বিচার ও শাস্তি চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন গ্রামবাসী।
শনিবার (১৬ মার্চ, ২০২৪) দুপুরে শ্রীপুর উপজেলার বাঁশবাড়ি বাজার এলাকায় খুনিদের ফাঁসির দাবি নিয়ে রাস্তায় নেমে আসেন কয়েকশ মানুষ।
ছেলে হত্যার বিচার চেয়ে তাদের সঙ্গে রাস্তায় দাঁড়ান নিহত আব্দুল্লাহর বাবা সাদাত হোসেন আলীসহ পরিবারের সব সদস্য। হত্যা মামলার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত সময়ের মধ্যে সব আসামিকে গ্রেপ্তারের দাবি জানান তারা।
মানববন্ধনে অংশ নেওয়া লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, জমি নিয়ে বিরোধে গত ৯ মার্চ রাতে ডেকে নিয়ে শ্রীপুরের বাঁশবাড়ি গ্রামের সাদাত হোসেনের একমাত্র ছেলে মো. আব্দুল্লাহকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরদিন বাঁশবাড়ি গ্রামের শহীদুল ইসলাম ও তার ছেলে এছানুল হক, একই এলাকার রফিকুল ইসলাম, ইমরুল, ছানোয়ার হোসেন, নূরুল ইসলামসহ আটজনের নামে একটি হত্যা মামলা করেন সাদাত হোসেন।
গত বুধবার রাতে র্যাব-১ এর সদস্যরা রাজধানীর দক্ষিণ খান থানার আব্দুল্লাহপুর আটিপাড়া এলাকা থেকে প্রধান আসামি শহীদুল হক ও দুই নম্বর আসামি এছানুল হককে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বাঁশবাড়ি এলাকার মানুষ রাস্তায় এসে মানববন্ধন শুরু করলে এক পর্যায়ে তা বিক্ষোভে রূপ নেয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা এ এম নূরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ইব্রাহীম খলিল, শেখ জুয়েল, আহাম্মদ আলী মাতুব্বর, জেমস সোহেল, রফিকুল ইসলাম স্বপন, মোস্তফা কামাল, আব্দুল লতিফ, ইদ্রিস আলী মেম্বার প্রমুখ। বক্তারা সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
শ্রীপুরে প্রকাশ্যে ছুরিকাঘাতে মো. আব্দুল্লাহ নামে এক যুবককে হত্যার বিচার ও শাস্তি চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন গ্রামবাসী।
শনিবার (১৬ মার্চ, ২০২৪) দুপুরে শ্রীপুর উপজেলার বাঁশবাড়ি বাজার এলাকায় খুনিদের ফাঁসির দাবি নিয়ে রাস্তায় নেমে আসেন কয়েকশ মানুষ।
ছেলে হত্যার বিচার চেয়ে তাদের সঙ্গে রাস্তায় দাঁড়ান নিহত আব্দুল্লাহর বাবা সাদাত হোসেন আলীসহ পরিবারের সব সদস্য। হত্যা মামলার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত সময়ের মধ্যে সব আসামিকে গ্রেপ্তারের দাবি জানান তারা।
মানববন্ধনে অংশ নেওয়া লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, জমি নিয়ে বিরোধে গত ৯ মার্চ রাতে ডেকে নিয়ে শ্রীপুরের বাঁশবাড়ি গ্রামের সাদাত হোসেনের একমাত্র ছেলে মো. আব্দুল্লাহকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরদিন বাঁশবাড়ি গ্রামের শহীদুল ইসলাম ও তার ছেলে এছানুল হক, একই এলাকার রফিকুল ইসলাম, ইমরুল, ছানোয়ার হোসেন, নূরুল ইসলামসহ আটজনের নামে একটি হত্যা মামলা করেন সাদাত হোসেন।
গত বুধবার রাতে র্যাব-১ এর সদস্যরা রাজধানীর দক্ষিণ খান থানার আব্দুল্লাহপুর আটিপাড়া এলাকা থেকে প্রধান আসামি শহীদুল হক ও দুই নম্বর আসামি এছানুল হককে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বাঁশবাড়ি এলাকার মানুষ রাস্তায় এসে মানববন্ধন শুরু করলে এক পর্যায়ে তা বিক্ষোভে রূপ নেয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা এ এম নূরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ইব্রাহীম খলিল, শেখ জুয়েল, আহাম্মদ আলী মাতুব্বর, জেমস সোহেল, রফিকুল ইসলাম স্বপন, মোস্তফা কামাল, আব্দুল লতিফ, ইদ্রিস আলী মেম্বার প্রমুখ। বক্তারা সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
COMMENTS