
এনএনবি, শ্রীপুর (গাজীপুর)
গাজীপুরের শ্রীপুরে পাওনা পাঁচ লাখ টাকা ফেরত চাওয়ায় মো. আব্দুল্লাহ (২৬) নামে এক কারখানা শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
শনিবার (০৯ মার্চ, ২০২৪) বিকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ বাঁশবাড়ী গ্রামের শাহাদত আলীর ছেলে। তিনি স্থানীয় ইউরিনিট স্পিনিং কারখানায় চাকরি করতেন।
আব্দুল্লাহর মামা সাইদুল ইসলাম বলেন, বিকালে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান দেখতে যায় আব্দুল্লাহ। সেখানে একই এলাকার আব্দুস শহীদের কাছে পাওনা টাকা চাওয়া নিয়ে তার ছেলে এহসানের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। বিষয়টি দেখে স্থানীয়রা দুজনকে আলাদা স্থানে বসিয়ে দেয়। কিছুক্ষণ পর আব্দুল্লাহকে সেখান থেকে তুলে নিয়ে মারধর করে এহসান ও তার বাবা শহীদ। এ সময় ছুরিকাঘাত করা হয়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে বাবা-ছেলে পালিয়ে যায়। পরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আব্দুল্লাহর বাবা শাহাদত আলী বলেন, জমি কিনে দেওয়ার কথা বলে চার মাস আগে আমার কাছ থেকে পাঁচ লাখ টাকা নেয় শহীদ। কিন্তু জমি কিনে না দেওয়ায় টাকা ফেরত চাইলে দেবো দিচ্ছি ঘোরাতে থাকে। আজ টাকা চাওয়ায় আমার ছেলেকে হত্যা করেছে শহীদ ও তার ছেলে। আমি এর বিচার চাই।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক নাজমুল হুদা বলেন, স্বজনরা মৃত অবস্থায় ওই যুবককে স্বাস্থ্য কমপ্লেক্সে এনেছেন। এখানে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় জড়িত বাবা-ছেলেকে গ্রেফতারের চেষ্টা চলছে।
গাজীপুরের শ্রীপুরে পাওনা পাঁচ লাখ টাকা ফেরত চাওয়ায় মো. আব্দুল্লাহ (২৬) নামে এক কারখানা শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
শনিবার (০৯ মার্চ, ২০২৪) বিকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ বাঁশবাড়ী গ্রামের শাহাদত আলীর ছেলে। তিনি স্থানীয় ইউরিনিট স্পিনিং কারখানায় চাকরি করতেন।
আব্দুল্লাহর মামা সাইদুল ইসলাম বলেন, বিকালে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান দেখতে যায় আব্দুল্লাহ। সেখানে একই এলাকার আব্দুস শহীদের কাছে পাওনা টাকা চাওয়া নিয়ে তার ছেলে এহসানের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। বিষয়টি দেখে স্থানীয়রা দুজনকে আলাদা স্থানে বসিয়ে দেয়। কিছুক্ষণ পর আব্দুল্লাহকে সেখান থেকে তুলে নিয়ে মারধর করে এহসান ও তার বাবা শহীদ। এ সময় ছুরিকাঘাত করা হয়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে বাবা-ছেলে পালিয়ে যায়। পরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আব্দুল্লাহর বাবা শাহাদত আলী বলেন, জমি কিনে দেওয়ার কথা বলে চার মাস আগে আমার কাছ থেকে পাঁচ লাখ টাকা নেয় শহীদ। কিন্তু জমি কিনে না দেওয়ায় টাকা ফেরত চাইলে দেবো দিচ্ছি ঘোরাতে থাকে। আজ টাকা চাওয়ায় আমার ছেলেকে হত্যা করেছে শহীদ ও তার ছেলে। আমি এর বিচার চাই।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক নাজমুল হুদা বলেন, স্বজনরা মৃত অবস্থায় ওই যুবককে স্বাস্থ্য কমপ্লেক্সে এনেছেন। এখানে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় জড়িত বাবা-ছেলেকে গ্রেফতারের চেষ্টা চলছে।
COMMENTS