![]() |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা |
এনএনবি, ঢাকা
`সংসদে ৪৮টি সংরক্ষিত আসনে ১৫৫৩ জন নারী আবেদন করেছেন। এটি প্রমাণ করেছে যে
বাংলাদেশে নারী উন্নয়নে একটি নবজাগরণ ঘটেছে।’- বলেছেন প্রধানমন্ত্রী শেখ
হাসিনা।
এত প্রার্থীর মধ্য থেকে ৪৮ জনকে বেছে নেওয়া কঠিন কাজ হবে বলে জানিয়েছেন
প্রধানমন্ত্রী।
বুধবার (১৪ ফেব্রুয়ারি, ২০২৪) গণভবনে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে আওয়ামী
লীগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি
শেখ হাসিনা এসব কথা বলেন।
তবে মনোনয়ন না পেলে হতাশ না হয়ে দেশ ও জনগণের জন্য মাতৃস্নেহে কাজ করার আহ্বান
জানান তিনি।
তিনি বলেন, আমি নিজেও মাতৃস্নেহে দেশ গড়তে চাই।
প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে নারীদের মাঝে যে চেতনা এসেছে এবং নারী নেতৃত্ব যেন
তৃণমূল থেকে শুরু হয় স্থানীয় সরকারে সে ব্যবস্থা আমরা করেছি। প্রাইমারি স্কুলে
৬০ ভাগ নারীর চাকরির ব্যবস্থা করেছি। খেলাধুলাও নারীরা এগিয়ে যাচ্ছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘প্রথম ইসলাম ধর্ম গ্রহণকারী একজন নারী বিবি খাদিজা (রাঃ)
এবং মেয়েরা মায়ের জাতি সেটাও মনে রাখতে হবে। কাজেই মেয়েদের অবহেলা করার কোন
সুযোগ নেই, এ ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন। আজকে আমাদের গ্রাম পর্যায়
পর্যন্ত নারীরা পিছিয়ে নেই। ডিজিটাল বাংলাদেশ করে নারীদের ট্রেনিং সহ তাদের
জীবনযাত্রার মান উন্নয়নের সব রকমের ব্যবস্থা আমরা করে দিচ্ছি। কেননা আমরা
আমাদের দেশটাকে আরো উন্নত করতে চাই, সে ক্ষেত্রে নারী পুরুষ একত্রে কাজ করতে
পারলেই কেবল সেটা সম্ভব হবে।’
মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা দরখাস্ত করেছেন তাদের
অনেকেই জানেন হয়তো তারা পাবেন না। কিন্তু নিজের অস্তিত্বটাকে জানান দেওয়া, যে
আমি আছি। আমরাও যোগ্য, আমরাও পারি। হ্যাঁ আমি এটা নিজেও বিশ্বাস করি সকলেই
যোগ্য, কেউ অযোগ্য নয়। আমি এখনো বলবো যদি কেউ এখনো পেছনে পড়ে থাকেন তাদের টেনে
আনার দায়িত্ব কিন্তু এই রাজনৈতিক নেতৃত্বের। আর সেখানে আমাদের এই বোনেরাই
পারবে, কাউকে আমরা পেছনে ফেলে রেখে চলবো না। সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাব।’
প্রধানমন্ত্রী এ সময় গণভবনে আগতদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘আজি বসন্ত আমার
গণভবনের বাগান ফুলে ফুলে শোভিত।’
COMMENTS