![]() |
পুনম পাণ্ডে ও তার স্বামী স্যাম বোম্বে। |
অনলাইন ডেস্ক
ভারতীয় মডেল এবং চলচ্চিত্র অভিনেত্রী পুনম পাণ্ডে ও তার স্বামী স্যাম বোম্বের
বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানির মামলা করেছেন ফাইজান আনসারি নামের এক ব্যক্তি।
মিথ্যা মৃত্যুর নাটক করায় এমন আইনি জটিলতায় ফেঁসেছেন পুনম ও তার স্বামী।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, কানপুরের পুলিশ কমিশনারের কাছে পুনম
পাণ্ডের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন ফাইজান আনসারি। সেই অভিযোগনামায় বলা হয়েছে,
১০০ কোটি রুপির মানহানি মামলা দায়ের করা হয়েছে পুনম পাণ্ডে এবং তার স্বামীর
বিরুদ্ধে। শুধু তাই নয়, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার অনুরোধও
জানিয়েছেন ওই ব্যক্তি।
অভিযোগনামায় আরও বলা আছে, পুনম পান্ডে এবং তার স্বামী স্যাম বোম্বে দুজনেই তার
মৃত্যুকে জাল করার ষড়যন্ত্র করেছিলেন। একইসঙ্গে ক্যানসারের মতো একটি রোগ নিয়েও
বড় ধরনের কৌতুক করা হয়েছে। পুনম পান্ডে তার নিজের প্রচারের জন্য এমন কাজ করেছেন
এবং কোটি কোটি ভারতীয়দের পাশাপাশি পুরো বলিউড ইন্ডাস্ট্রির বিশ্বাস নিয়ে
খেলেছেন।
এর আগে ২ ফেব্রুয়ারি, ২০২৪ সার্ভিক্যাল ক্যানসারে আক্রান্ত হয়ে পুনম পাণ্ডের খবর
মৃত্যুর খবর ছড়ায় পুনম পাণ্ডের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে।
এর একদিন পর এক ভিডিও বার্তায় পুনম জানান, তিনি বেঁচে আছেন। সার্ভাইক্যাল
ক্যানসার নিয়ে সচেতনতার বার্তা দিতে মৃত্যুর ভুয়া খবরটি তিনিই ছড়িয়েছিলেন।
মৃত্যু নিয়ে তো বটেই, এমনকী ক্যানসারের মতো মরণব্যাধি নিয়ে তার এমন রসিকতায় খেপে
উঠেছেন ভক্তরাও। দাবি উঠছিল, তাকে আইনের আওতায় আনার।
সেপ্রেক্ষিতে, মানহানির মামলাটি করেছেন ফাইজান। পুনমের এমন ডেথ স্টান্ট ক্যানসার
রোগটিকেই রসিকতার পর্যায়ে নিয়ে গেছেন বলে মনে করছেন ফাইজান। এমন নেতিবাচক
কর্মকাণ্ডে আবার সায় দিয়েছেন তার স্বামী স্যামও। তাই শুধু পুনম নয়, স্যামের ওপরও
মামলা ঠুকেছেন তিনি।
COMMENTS