![]() |
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। |
এনএনবি, ঢাকা
অনলাইন গণমাধ্যমের জন্য বিজ্ঞাপন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও
সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি, ২০২৪) দুপুরে রাজধানীর সার্কিট হাউস রোডের তথ্য ভবনে
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে
মতবিনিময়কালে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘অনলাইন পত্রিকা ও নিউজ পোর্টালের জন্য সরকারি
বিজ্ঞাপন হার নির্ধারণে নীতিমালা থাকা দরকার। এ সংক্রান্ত নীতিমালা প্রণয়নে
প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।’
বর্তমান সরকারের সময়ে গণমাধ্যমের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার উন্নয়ন
হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা ও মত প্রকাশের
স্বাধীনতা রক্ষায় বর্তমান সরকারের সদিচ্ছা রয়েছে। বিগত দিনে যখন সামরিক শাসন
ছিল ও সামরিক শাসন থেকে উদ্ভূত দল যখন এ দেশ শাসন করেছে এবং তাদের সাথে বিভিন্ন
সময় যখন মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি ছিল সে সময়ে গণমাধ্যমের স্বাধীনতা ও মত
প্রকাশের স্বাধীনতার যে বাস্তবতা ছিল, সে জায়গা থেকে এখন আমরা কতটুকু এগিয়েছি,
কতটুকু উন্নয়ন হয়েছে, সংখ্যাগত দিক থেকে এবং গুণগত দিক থেকে, এ তুলনামূলক
বিষয়গলো নিয়ে প্রকাশনা বের করতে হবে।’
তিনি আরও বলেন, ‘চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মাধ্যমে সরকারের উন্নয়ন
কার্যক্রম দেশের মানুষের কাছে এবং বিশ্ববাসীর কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার
লক্ষ্যে কাজ করতে হবে। এখন প্রযুক্তি অনেক অগ্রসর হয়ে গেছে, মানুষের
চিন্তা-ভাবনার পরিবর্তন এসেছে। এ বিষয়গুলো মাথায় রেখে অধিদপ্তরের কাজে নতুন
নতুন বিষয় সংযোজন করতে হবে।’
ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইন ১৯৭৩ প্রয়োজনবোধে সংস্কারের উদ্যোগ নেয়া হবে বলেও মতবিনিময়কালে জানান প্রতিমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়া, গণযোগাযোগ
অধিদপ্তরের মহাপরিচালক মো. নিজামূল কবীর, বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের ভাইস
চেয়ারম্যান খালেদা বেগমসহ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের
কর্মকর্তারা।
এর আগে, চলচ্চিত্র ও
প্রকাশনা অধিদপ্তরের প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র, জাদুঘর ও গ্রন্থাগার পরিদর্শন
করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।
COMMENTS