![]() |
পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা |
জুলীয়াস চৌধুরী
এনএনবি, ঢাকা
আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো জাতীয় সংসদের নেতা নির্বাচিত হয়েছেন। বুধবার জাতীয় সংসদ ভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর আওয়ামী লীগের সংসদীয় দলের প্রথম বৈঠকে সর্বসম্মতিক্রমে টানা চতুর্থবারসহ মোট পঞ্চমবার সংসদ নেতা নির্বাচিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বঙ্গবন্ধু কন্যা।
সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। শিরীন শারমিন চৌধুরীকে আবারো স্পিকার মনোনীত করেছে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড। দ্বিতীয়বারের মতো সংসদ উপনেতার দায়িত্ব পেলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী। অ্যাডভোকেট শামসুল হক টুকু দ্বিতীয়বারের মতো ডেপুটি স্পিকার এবং আওয়ামী লীগের সংসদীয় দলের সম্পাদক নূর-ই-আলম চৌধুরী চিফ হুইপ পদে পুনর্নির্বাচিত হয়েছেন।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, এবারের নির্বাচনে গণতন্ত্রের জয় হয়েছে, জনগণের জয় হয়েছে। ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। ঐক্যের মাধ্যমে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। কোনো ষড়যন্ত্র সফল হবে না।
বৈঠক সূত্র জানায়, সংসদীয় দলের বৈঠকে দলের সংসদ সদস্যদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, আপনারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, জনগণের প্রতি আপনাদের দায়বদ্ধতা রয়েছে। জনগণের প্রতি যে দায়িত্ব রয়েছে তা সঠিকভাবে পালন করতে হবে। প্রত্যেকের নিজ নিজ এলাকার জনগণের সঙ্গে সম্পৃক্ততা রেখে কাজ করতে হবে। সরকারের উন্নয়ন কর্মকা-গুলো অব্যাহত রেখে চলমান উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে হবে।
দ্বাদশ সংসদের সদস্যরা শপথ নেওয়ার পর বুধবার জাতীয় সংসদ ভবনে দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় দলের প্রথম বৈঠক শুরু হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংসদীয় নেতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম প্রস্তাব করেছেন। প্রস্তাবে সমর্থন দেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। বজ্র করতালির মধ্যে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গ্রহণ করে টানা চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত হন শেখ হাসিনা। ফলে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা।
নির্বাচনে জয়ী হয়ে শেখ হাসিনা টানা চারবার এবং এ পর্যন্ত পাঁচবার প্রধানমন্ত্রী হওয়ার ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করছেন। আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপিকে দ্বিতীয়বারের মতো সংসদ উপনেতা নির্বাচন করা হয়। এ ছাড়া সভায় স্পিকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরী এমপি, ডেপুটি স্পিকার হিসেবে অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি এবং সংসদের চিফ হুইপ হিসেবে নূর-ই-আলম চৌধুরী এমপিকে পুনর্নির্বাচিত করার সিদ্ধান্ত হয়। আওয়ামী লীগের সংসদীয় দলের সম্পাদক নির্বাচিত হয়েছেন নূর-ই-আলম চৌধুরী। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পিকার ড. শিরিনও শারমিন চৌধুরীকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের নিচতলায় শপথ গ্রহণ কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের ২২২ জন নতুন সংসদ সদস্য প্রথমে শপথ নেন। সংবিধান অনুযায়ী বর্তমান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী দ্বাদশ সংসদে সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় তিনি আগে সংসদ সদস্য হিসেবে নিজের শপথ নিজেই গ্রহণ করেন। পরে তিনি শপথপত্রে স্বাক্ষর করেন। এর পর স্পিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান।
এ ছাড়া ১৪ দলীয় জোটের প্রার্থী বরিশাল-২ আসন থেকে বিজয়ী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং বগুড়া-৪ আসন থেকে বিজয়ী এ কে এম রেজাউল করিম তানসেন আওয়ামী লীগের সংসদ সদস্যদের সঙ্গে শপথ নেন। শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ বইয়ে স্বাক্ষর করেন। শপথ পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব একেএম আবদুস সালাম। শপথ গ্রহণের পর নবনির্বাচিত সংসদ সদস্যরা সংসদ সচিবালয়ে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করা ছাড়াও নতুন পরিচয়পত্রের ছবি তোলেন।
শপথগ্রহণের পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জাপা চেয়ারম্যান জিএম কাদের বলেন, সংসদে আসার অনুভূতি সব সময়ই ভালো। সেদিক দিয়ে বলতে গেলে আবার সংসদে এলাম, সেটা আনন্দের বিষয়। দ্বাদশ সংসদের বিরোধী দল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ঠিক জানি না নিয়মটা কী। তবে আমরা বিরোধী দলে ছিলাম এবং বিরোধী দলে থাকতে চাই। আমরা জনকল্যাণমুখী যেটা জনগণের ভালো হয়, সেটিই আমরা করতে চাই।
পার্টি অফিসে নেতৃত্বের ব্যর্থতা নিয়ে বিক্ষোভ প্রসঙ্গে জিএম কাদের বলেন, এগুলো সাজানো জিনিস। কিছু লোক আমাদের পার্টিকে প্রশ্নবিদ্ধ করার অথবা ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। যেটা করা হয়েছে, সবার সঙ্গে আলোচনা করে করা হয়েছে। এবারের সংসদ নির্বাচনে এত কম আসনে নির্বাচিত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, সব সময় সবকিছু এক রকম হয় না। এবারের নির্বাচনটা সঠিক নির্বাচন হয়নি। কিছু ক্ষেত্রে সঠিক হয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানি ও বুথ দখল করা হয়েছে। সত্যিকার অর্থে আমাদের জনপ্রিয়তা বা জনগণের সঙ্গে আমাদের যে ভিত্তি রয়েছে, সেটি এই নির্বাচনের ফলাফলে সঠিকভাবে আসেনি।
এ ছাড়া কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। তিনি স্বতন্ত্র সংসদস সদস্যদে সঙ্গে শপথ নিয়েছেন। উচ্চ আদালতের রায়ের পর বিকেলে স্পিকারের কাছে শপথ গ্রহণ করেন ঢাকা-৪ আসন থেকে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত সংসদ সদস্য ড. আওলাদ হোসেন।
এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বেশির ভাগই আওয়ামী লীগের নেতা। নৌকার মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তারা। স্বতন্ত্রভাবে পাস করেছে ৬২ জন। দেশের নির্বাচনের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটল।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগ একাই ২২২টি আসন, জাতীয় পার্টি ১১টি, ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ও কল্যাণ পার্টি একটি করে আসনে জয়লাভ করে। এ ছাড়া নির্বাচনে ৬২ জন স্বতন্ত্র সদস্য নির্বাচিত হয়েছেন। এক প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এ ছাড়া ময়মনসিংহ-৩ আসনের একটি কেন্দ্রের ফলও স্থগিত করা হয়েছে।
এনএনবি, ঢাকা
আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো জাতীয় সংসদের নেতা নির্বাচিত হয়েছেন। বুধবার জাতীয় সংসদ ভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর আওয়ামী লীগের সংসদীয় দলের প্রথম বৈঠকে সর্বসম্মতিক্রমে টানা চতুর্থবারসহ মোট পঞ্চমবার সংসদ নেতা নির্বাচিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বঙ্গবন্ধু কন্যা।
সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। শিরীন শারমিন চৌধুরীকে আবারো স্পিকার মনোনীত করেছে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড। দ্বিতীয়বারের মতো সংসদ উপনেতার দায়িত্ব পেলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী। অ্যাডভোকেট শামসুল হক টুকু দ্বিতীয়বারের মতো ডেপুটি স্পিকার এবং আওয়ামী লীগের সংসদীয় দলের সম্পাদক নূর-ই-আলম চৌধুরী চিফ হুইপ পদে পুনর্নির্বাচিত হয়েছেন।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, এবারের নির্বাচনে গণতন্ত্রের জয় হয়েছে, জনগণের জয় হয়েছে। ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। ঐক্যের মাধ্যমে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। কোনো ষড়যন্ত্র সফল হবে না।
বৈঠক সূত্র জানায়, সংসদীয় দলের বৈঠকে দলের সংসদ সদস্যদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, আপনারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, জনগণের প্রতি আপনাদের দায়বদ্ধতা রয়েছে। জনগণের প্রতি যে দায়িত্ব রয়েছে তা সঠিকভাবে পালন করতে হবে। প্রত্যেকের নিজ নিজ এলাকার জনগণের সঙ্গে সম্পৃক্ততা রেখে কাজ করতে হবে। সরকারের উন্নয়ন কর্মকা-গুলো অব্যাহত রেখে চলমান উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে হবে।
দ্বাদশ সংসদের সদস্যরা শপথ নেওয়ার পর বুধবার জাতীয় সংসদ ভবনে দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় দলের প্রথম বৈঠক শুরু হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংসদীয় নেতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম প্রস্তাব করেছেন। প্রস্তাবে সমর্থন দেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। বজ্র করতালির মধ্যে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গ্রহণ করে টানা চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত হন শেখ হাসিনা। ফলে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা।
নির্বাচনে জয়ী হয়ে শেখ হাসিনা টানা চারবার এবং এ পর্যন্ত পাঁচবার প্রধানমন্ত্রী হওয়ার ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করছেন। আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপিকে দ্বিতীয়বারের মতো সংসদ উপনেতা নির্বাচন করা হয়। এ ছাড়া সভায় স্পিকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরী এমপি, ডেপুটি স্পিকার হিসেবে অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি এবং সংসদের চিফ হুইপ হিসেবে নূর-ই-আলম চৌধুরী এমপিকে পুনর্নির্বাচিত করার সিদ্ধান্ত হয়। আওয়ামী লীগের সংসদীয় দলের সম্পাদক নির্বাচিত হয়েছেন নূর-ই-আলম চৌধুরী। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পিকার ড. শিরিনও শারমিন চৌধুরীকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নতুন সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে 'গণতন্ত্রের সূতিকাগার' হিসেবে পরিচিত জাতীয় সংসদ ভবন বুধবার পুরনো ও নতুন সংসদ সদস্যদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। সকাল ৯টা থেকে সংসদ ভবনে আসতে শুরু করেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র সংসদ সদস্যরা। শপথ অনুষ্ঠানের আগে সংসদ ভবনে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের নিচতলায় শপথ গ্রহণ কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের ২২২ জন নতুন সংসদ সদস্য প্রথমে শপথ নেন। সংবিধান অনুযায়ী বর্তমান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী দ্বাদশ সংসদে সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় তিনি আগে সংসদ সদস্য হিসেবে নিজের শপথ নিজেই গ্রহণ করেন। পরে তিনি শপথপত্রে স্বাক্ষর করেন। এর পর স্পিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান।
এ ছাড়া ১৪ দলীয় জোটের প্রার্থী বরিশাল-২ আসন থেকে বিজয়ী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং বগুড়া-৪ আসন থেকে বিজয়ী এ কে এম রেজাউল করিম তানসেন আওয়ামী লীগের সংসদ সদস্যদের সঙ্গে শপথ নেন। শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ বইয়ে স্বাক্ষর করেন। শপথ পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব একেএম আবদুস সালাম। শপথ গ্রহণের পর নবনির্বাচিত সংসদ সদস্যরা সংসদ সচিবালয়ে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করা ছাড়াও নতুন পরিচয়পত্রের ছবি তোলেন।
শপথ নিলেন জাতীয় পার্টির এমপিরা
সরকারি দল আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণের পর দ্বিতীয় দফায় একই স্থানে জাতীয় পার্টির (জাপা) ১১ জন সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে দলের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব এ কে এম আব্দুস সালাম শপথ পরিচালনা করেন।শপথগ্রহণের পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জাপা চেয়ারম্যান জিএম কাদের বলেন, সংসদে আসার অনুভূতি সব সময়ই ভালো। সেদিক দিয়ে বলতে গেলে আবার সংসদে এলাম, সেটা আনন্দের বিষয়। দ্বাদশ সংসদের বিরোধী দল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ঠিক জানি না নিয়মটা কী। তবে আমরা বিরোধী দলে ছিলাম এবং বিরোধী দলে থাকতে চাই। আমরা জনকল্যাণমুখী যেটা জনগণের ভালো হয়, সেটিই আমরা করতে চাই।
পার্টি অফিসে নেতৃত্বের ব্যর্থতা নিয়ে বিক্ষোভ প্রসঙ্গে জিএম কাদের বলেন, এগুলো সাজানো জিনিস। কিছু লোক আমাদের পার্টিকে প্রশ্নবিদ্ধ করার অথবা ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। যেটা করা হয়েছে, সবার সঙ্গে আলোচনা করে করা হয়েছে। এবারের সংসদ নির্বাচনে এত কম আসনে নির্বাচিত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, সব সময় সবকিছু এক রকম হয় না। এবারের নির্বাচনটা সঠিক নির্বাচন হয়নি। কিছু ক্ষেত্রে সঠিক হয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানি ও বুথ দখল করা হয়েছে। সত্যিকার অর্থে আমাদের জনপ্রিয়তা বা জনগণের সঙ্গে আমাদের যে ভিত্তি রয়েছে, সেটি এই নির্বাচনের ফলাফলে সঠিকভাবে আসেনি।
শপথ নিলেন স্বতন্ত্র এমপিরা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য শপথ নিয়েছেন। বুধবার বেলা ১১টায় সংসদ ভবনের শপথকক্ষে তাঁদের শপথ পড়ান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এর আগে নতুন স্বতন্ত্র সংসদ সদস্যরা সংসদ ভবন এলাকায় আসতে শুরু করেন। শেরেবাংলা নগরে সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথকক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব এ কে এম আব্দুস সালাম শপথ পরিচালনা করেন।এ ছাড়া কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। তিনি স্বতন্ত্র সংসদস সদস্যদে সঙ্গে শপথ নিয়েছেন। উচ্চ আদালতের রায়ের পর বিকেলে স্পিকারের কাছে শপথ গ্রহণ করেন ঢাকা-৪ আসন থেকে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত সংসদ সদস্য ড. আওলাদ হোসেন।
এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বেশির ভাগই আওয়ামী লীগের নেতা। নৌকার মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তারা। স্বতন্ত্রভাবে পাস করেছে ৬২ জন। দেশের নির্বাচনের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটল।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগ একাই ২২২টি আসন, জাতীয় পার্টি ১১টি, ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ও কল্যাণ পার্টি একটি করে আসনে জয়লাভ করে। এ ছাড়া নির্বাচনে ৬২ জন স্বতন্ত্র সদস্য নির্বাচিত হয়েছেন। এক প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এ ছাড়া ময়মনসিংহ-৩ আসনের একটি কেন্দ্রের ফলও স্থগিত করা হয়েছে।
COMMENTS