![]() |
গাজীপুর সরকারি মহিলা কলেজ কেন্দ্র। আজ সকাল ১১টায়। ছবি: নাশিদ আহমেদ তুষার |
এনএনবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আজ রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলামের মৃত্যুতে নওগাঁ-২ আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে একটি বাদে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয়েছে।
বিচ্ছিন্ন কিছু সংঘর্ষ, ভোট বর্জন ও শিথিল ভোটার উপস্থিতির মাধ্যমে সম্পন্ন হয়েছে এবারের নির্বাচন। এছাড়া দেশব্যাপী পালিত হচ্ছে বিএনপির ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আজ বিকাল তিনটা পর্যন্ত সারা দেশে মোট ভোট পড়েছে ২৭ দশমিক ১৫ শতাংশ।
এর মধ্যে ঢাকা বিভাগে ২৫ শতাংশ, চট্টগ্রামে ২৭ শতাংশ, খুলনায় ৩২ শতাংশ, সিলেটে ২২ শতাংশ, ময়মনসিংহে ২৯ শতাংশ, রাজশাহীতে ২৬ শতাংশ, রংপুর ২৬ শতাংশ ও বরিশাল বিভাগে ভোট পড়েছে ৩১ শতাংশ ।
আজ সকালে রাজধানীর শান্তিনগরে হাবীবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে ভোট দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এ সময় তিনি বলেন, ‘ভোটারের উপস্থিতি কম কি বেশি এগুলো আমি কিছুই জানি না। আমি শুধু আমার ভোট দিয়ে গেছি। শেষ পর্যন্ত অপেক্ষা করুন, দেখুন।’
নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি সংসদীয় আসনে এক হাজার ৯৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ইসিতে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে এই নির্বাচনে ২৮টি রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার ৫৩৪ জন প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে আছেন ৪৩৬ জন।
২৯৯ সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ২৪টি। এসব কেন্দ্রে ভোটকক্ষ দুই লাখ ৬১ হাজার ৯১২টি। সর্বশেষ প্রকাশিত তালিকা অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ছয় কোটি ৭৬ লাখ নয় হাজার ৭৪১ ও নারী ভোটারের সংখ্যা পাঁচ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯। এছাড়া সারাদেশে এবার তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৮৪৯ জন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আজ রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলামের মৃত্যুতে নওগাঁ-২ আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে একটি বাদে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয়েছে।
বিচ্ছিন্ন কিছু সংঘর্ষ, ভোট বর্জন ও শিথিল ভোটার উপস্থিতির মাধ্যমে সম্পন্ন হয়েছে এবারের নির্বাচন। এছাড়া দেশব্যাপী পালিত হচ্ছে বিএনপির ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আজ বিকাল তিনটা পর্যন্ত সারা দেশে মোট ভোট পড়েছে ২৭ দশমিক ১৫ শতাংশ।
এর মধ্যে ঢাকা বিভাগে ২৫ শতাংশ, চট্টগ্রামে ২৭ শতাংশ, খুলনায় ৩২ শতাংশ, সিলেটে ২২ শতাংশ, ময়মনসিংহে ২৯ শতাংশ, রাজশাহীতে ২৬ শতাংশ, রংপুর ২৬ শতাংশ ও বরিশাল বিভাগে ভোট পড়েছে ৩১ শতাংশ ।
আজ সকালে রাজধানীর শান্তিনগরে হাবীবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে ভোট দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এ সময় তিনি বলেন, ‘ভোটারের উপস্থিতি কম কি বেশি এগুলো আমি কিছুই জানি না। আমি শুধু আমার ভোট দিয়ে গেছি। শেষ পর্যন্ত অপেক্ষা করুন, দেখুন।’
নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি সংসদীয় আসনে এক হাজার ৯৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ইসিতে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে এই নির্বাচনে ২৮টি রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার ৫৩৪ জন প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে আছেন ৪৩৬ জন।
২৯৯ সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ২৪টি। এসব কেন্দ্রে ভোটকক্ষ দুই লাখ ৬১ হাজার ৯১২টি। সর্বশেষ প্রকাশিত তালিকা অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ছয় কোটি ৭৬ লাখ নয় হাজার ৭৪১ ও নারী ভোটারের সংখ্যা পাঁচ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯। এছাড়া সারাদেশে এবার তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৮৪৯ জন।
COMMENTS