রংপুর মেট্রো পুলিশের সাড়াশি অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার শীর্ষ সন্ত্রাসী রোলেক্স সহ ৪৮ জন গ্রেফতার।গত ৫ দিনে মোট ২৬৫ জন গ্রেফতার।
নগরীর বিভিন্ন স্থানে ৫ম দিনে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক কারবারি মাদক সেবী, জুয়াড়ী ওয়ারন্টে ও কিশোর অপরাধী সহ মোট ৪৮ জনকে গ্রফেতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। এ সময় ২টি দেশীয় অস্ত্র একটি মোটর সাইকলে জব্দ করছে। ৫ম দিনের অভিযানে এ পর্যন্ত ২৬৫ জন গ্রেফতার।
গতকাল বুধবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ কমিশনার এর দিক নির্দেশনায় সকল থানার একযোগে চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে গত ৬ জুলাই ২১, ৭ জুলাই ৫৫ , ৮ জুলাই ৪৫ , ৯ জুলাই ৭৭ জনকে আটক , ১০ জুলাই ৪৮ , ১১ জুলাই ৩৬ গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়। ৫ম দিনের অুিভযানে মধ্য রাত পর্যন্ত আটক করা হয়েছে ওয়ারন্টে সহ মোট ৪৮ জন মাদক কারবারি মাদক সেবী, জুয়াড়ী এবং কিশোর অপরাধীকে।
COMMENTS