রংপুর নগরীর মাহিগঞ্জ এলাকায় ভিআইপি শাহাদাৎ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন দরিদ্র শীতার্ত মানুষ ও শিক্ষার্থীর মধ্যে তিনশো কম্বল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিল্পপতি শাহাদাৎ হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার নুরনাহার বেগম ও কবি দিলরুবা শাহাদাৎ। মঙ্গলবার দুপুর ১২:০০ ঘটিকায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রংপুর মেট্রোপলিটন পুলিশ কর্তৃক রংপুর মহানগরীর শতাধিক অসহায়, গরীব, দুঃস্থ ও শীতার্তদের মাঝে রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্সে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিকে পুনাক শীতবস্ত্র বিতরণ করেন , আরপিএমপি'র সহসভানেত্রী মোছা: সুরাইয়া সুলতানা। এসময় সাধারণ সম্পাদিকা মোছা: রেবেকা সুলতানা এবং সম্মানিত সদস্য তমা সিনহা রংপুর মেট্রোপলিটন পুলিশ এ আউটসোর্সিং এ কর্মরত দরিদ্র কর্মচারীসহ রংপুর মহানগরীর শতাধিক অসহায়, দরিদ্র ও শীতার্ত ব্যক্তির মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।এ সময় পুলিশ নারী কল্যাণ সমিতি, রংপুর মেট্রোপলিটন পুলিশ এর পক্ষ থেকে অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান হয়।
COMMENTS