রংপুর থেকে রুকসানা রাফা
বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এমপি বলেছেন বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিত্যপণ্যের দাম কিন্তু খুব বেশি বৃদ্ধি পায়নি । কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপণ্যের দামে সুযোগ নিচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভোক্তা অধিকার অধিদপ্তরকে বলা হয়েছে।গতকাল শুক্রবার সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে এ অবস্থা হয়েছে, এ জন্য আমাদের সহ্য করতে হবে। আশাকরি এ সমস্যা কেটে যাবে।বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমেছে, সেই বিবেচনায় আমাদের দেশেও তেলের দাম কমানো হয়েছে। এখন বাজারে ব্যবসায়ীরা না কমালে আমরা বিষয়টি দেখব। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, নিত্যপণ্যের দাম অ্যাডজাস্ট করতে প্রতিমাসে একবার করে রিভিউ করা হয়। ট্যারিফ কমিশন দাম ঠিক করে দেয়।তেলের দাম আন্তর্জাতিক বাজারে কমেছে, এখানেও কমানো হয়েছে। এ বিষয়টি বেশি বেশি প্রচার করতে গণমাধ্যমকর্মীদের আহ্বান জানান তিনি।
টিপু মুন্সি আরও বলেন, ওভারঅল প্রতিটি পণ্যের দাম বেড়েছে। এর কারণ টাকার মান কমে যাওয়া ও ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায় এর প্রভাব পড়েছে। তবে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দাম কিন্তু সেভাবে বৃদ্ধি পায়নি বলে দাবি করেন তিনি।এর আগে রংপুর সার্কিট হাউসে এসে পৌঁছালে দলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার ফেরদৌস চৌধুরী, ব্যবসায়ী নেতা রেজাউল ইসলাম মিলনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে বানিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী টিপু মুনশি (এমপি) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থ বিতরণ করেন । তিনি রংপুর জেলার এলজিইডির তত্ত্বাবধানে প্রভাতী প্রকল্পের মাধ্যমে পাল্টে যাচ্ছে গ্রামীণ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান। উন্নয়নের ধারাবাহিকতায়, রংপুরে এলজিইডি আওতাভুক্ত 'অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠির সহনশীলতা বৃদ্ধি (প্রভাতি) প্রকল্পের রাস্তা রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত এলসিএস মহিলা কর্মীদের মাঝে সঞ্চয়ের অর্থ বিতরণ করা হয়। শুক্রবার বিকেলে রংপুর সার্কিট হাউস মিলনায়তনে রংপুর কাউনিয়া উপজেলা প্রকৌশলী কার্যালয় (এলজিইডি)'র আয়োজনে এলসিএস মহিলা কর্মীদের মাঝে সঞ্চয়ের অর্থ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী এলজিইডি রংপুর রেজাউল হক, কাউনিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন, উপজেলা প্রকৌশলী এলজিইডি কাউনিয়া আসাদুজ্জামান জেমি, প্রকল্পের জেলা পরামর্শক এলজিইডি রংপুর বোরহান উদ্দিন নিয়াজ মাহমুদ, রাজিবুল মতিন প্রমূখ।এ সময় কাউনিয়া উপজেলার সাড়াই ইউনিয়নের এলসিএস মহিলা কর্মীদের মাঝে সঞ্চয়ের অর্থ বিতরণ করা হয়।
COMMENTS