রংপুর থেকে রুকসানা রাফা
বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমুহের স্বীকৃতি, এমপিও, জাতীয়করণ ও অন্যান্য ন্যায্য অধিকার আদায়ে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ রংপুর অঞ্চলের উদ্যোগে গতকাল বুধবার দুপুরে রংপুর টাউন হল মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ রংপুর অঞ্চলের উপদেষ্টা মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোঃ ইলিয়াস রাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ.এইচ.এম সালেহ (বেলাল)। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পরিষদের সহ-সভাপতি আমিনুল ইসলাম, দানবীর তরিকুল শমসের, সহ-সাধারণ সম্পাদক রিমা খাতুন, প্রশিক্ষণ ও দক্ষতা বিষয়ক সম্পাদক মোঃ রুবেল মন্ডল, সাজ্জাদ হোসেন, মিন্টু প্রমুখ।
COMMENTS