এনএনবি নিউজ
ইরানের এভিন কারাগারে মৃতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। সোমবার দেশটির বিচার বিভাগ এই তথ্য জানিয়েছে।
গত শনিবার কারাগারটিতে আগুন লাগে। কর্তৃপক্ষ বলছে, দাঙ্গা এবং সংঘর্ষের পর এই ঘটনা ঘটে। কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুর জেরে সংঘটিত বিক্ষোভের মধ্যে কারাগারে আগুন লাগে।
ইরানের রাজনৈতিক বন্দী, সাংবাদিক ও বিদেশি নাগরিকদের এভিন কারাগারে রাখা হয়ে থাকে।
এভিন কারাগারের পরিস্থিতির সঙ্গে সাম্প্রতিক বিক্ষোভের সম্পর্ক আছে কি না, তা এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, দুটো ঘটনার মধ্যে সম্পর্ক থাকতে পারে। কারণ, শত শত বিক্ষোভকারীকে এভিন কারাগারে রাখা হয়েছে। সূত্র: আল আরাবিয়া
COMMENTS